শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় জাজিরার আমজাদিয়া একাডেমী, ব্যাহত হয় পাঠদান। শরীয়তপুর জেলার নাওডোবা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান আমজাদিয়া একাডেমী। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ উচ্চ বিদ্যালয়ের মাঠ অল্প বৃষ্টি হলেই প্লবিত প্লাবিত হয় বলে স্থানীয়দের নিকট থেকে জানা গেছে।
স্থানীয়রা জানান, দির্ঘদিন যাবত বর্ষা মৌসুমের অধিকাংশ সময়েই পানিতে ডুবে থাকে বিদ্যালয়ের মাঠটি। এভাবে দিনের পর দিন পানি জমা থাকে মাঠে।
এতে করে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলাতো দুরের কথা লেখাপড়ায়ও ভোগান্তিতে পড়ে। এখন করোনা ভাইরাসের কারণে স্কুলটি বন্ধ আছে। আর এই সুযোগে বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে স্বাভাবিক অবস্থানে ফিরে আনা জরুরী। আমরা জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি বিবেচনার জন্য।
নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নীলয় পারভেজ (লিটন) জাগোকন্ঠ কে বলেন, ‘আমরা জননেতা জনাব ইকবাল হোসেন অপু এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি বিদ্যালয়ের উক্ত সমস্যাটি সমাধানের জন্য প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াবেন বলে বিশ্বাস করি।’
Leave a Reply