আমাদের সংবাদ প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলা ১২নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের স্থায়ি বাসিন্দা হাফিজুর রহমান, পিং-মৃত মোঃমোস্তফা, বয়স আনুমানিক ৬৬ বৎসর, পেশা-কৃষিজীবি।গত মঙ্গলবার ২১শে নভেম্বর ২০২৩ইং রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় পুলিশ ও র্যাব ফোর্স আসামী গ্রেফতার করার উদ্দেশ্যে ভিকটিমের গৃহে বর্বরচীত হামলা ও নিষ্ঠুর আচরনে গৃহকর্তা হাফিজুর রহমান চরম ভীতগ্রস্থ্য হয়ে তাৎক্ষনিক হার্ট এ্যাটাক্ট করেন। আইন সংস্থার প্রত্যাগমনের পর প্রতিবেশীরা তাহাকে অচেতন অবস্থায় গৃহ থেকে উদ্ধার করে তাৎক্ষনিক ফেনী সদর হাসপাতালে আনায়ন করলে ডিউটি ডাক্তার হাফিজুর রহমানকে মৃত ঘোষনা করেন।আইন সংস্থার অনৈতীক আচরন ও আক্রমনে এই নির্মম মৃত্যুর ঘটনাটি এলাকায় লোকজনের মধ্যে চরম শোকের ছায়া ও বিরুপ প্রতিক্রিয়াসহ উত্তেজনার সৃষ্টি ঘটায়। ফলে প্রতিনিধি এলাকাবাসি ও শোকাহত পরিবার সদস্যদের সাথে যোগাযোগে জানতে পারেন যে-মৃত ভিকটিমের ছোট পূত্র একাধিক মামলার পলাতক আসামী মোঃআরিফের বিরুদ্ধে ঢাকায়স্থ বিভিন্ন থানায় গুরুতর অপরাধের মামলার কারনে গত মাসে পুলিশ তাহাকে গ্রেফতার করতে গৃহে হামলা চালালে হৃদরোগ আক্রান্ত হাফিজুর রহমান গুরুতর অসুস্থ্য হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।কিন্তু একমাস অতিবাহিত না হতেই পুনরায় পুলিশ ও র্যাব যৌথভাবে উক্ত রাতে হামলা চালিয়ে গৃহের আসবাবপত্র ভাঙ্গচুড় ও পরিবারের নিরিহ সদস্যদের হুমকি ধামকী মারধর নির্যাতন চালালে ভিকটিম চরম ভীতগ্রন্থ হয়ে পুনরায় হার্ট এ্যাটাক্ট করেন। সংবাদ প্রতিনিধি পুলিশের নিষ্ঠুর আচরন ও নির্মম মৃত্যুর বিষয় সদর থানায় যোগাযোগ করলে থানার ও/সি আসামীর গৃহে হামলা বা সদস্যদের উপর নির্যাতনের বিষয় সম্পূর্ণ অস্বীকার ও দাবী করেন যে-ভিকটিম দীর্ঘদিন হৃদরোগে আক্রান্তর কারনে তাহার মৃত্যু ঘটেছে।অতঃপর এই মৃত্যুর ঘটনার সাথে আইন সংস্থার হামলার কোন সম্পৃত্ততা নাই। যাহারপর প্রতিনিধি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়যে-আইন সংস্থার নিষ্ঠুর আচরনে ভিকটিম মানুষিক ভাবে চরম ভয়ভীতিগ্রস্থ্য হয়ে গুরুতর হার্ট-এ্যাটাক্ট করলে আনুমানিক ৮/১০মিনিটের মধ্যে তিনি জ্ঞান হাড়িয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এই অনাকাঙ্খিত মৃত্যুর বিষয় শোকাহত পরিবার ও পাড়া প্রতিবেশীরা আইন সংস্থার উপর চরম ক্ষুদ্ধ মনোভাব ও আস্থাহিনতায় ভুগছেন। কিছু প্রবিবেশীরা এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আইন আদালতের মাধ্যমে আইন প্রশাসনের বিরুদ্ধে মামলার বিষয় চিন্তাভাবনা করছেন। প্রাথমিকভাবে এই নির্মম ঘটনার প্রতি গুরুত্বপাত করে এলাকার কিছু সুশীল ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষনের জন্য ভিকটিম পরিবারের তরফ থেকে অদ্য সকালে একটি স্বারক লিপি প্রেরন করেছে।
Leave a Reply