ঢাকা সাভারে বরিশাল নার্সরীর মালিক ও বিশিষ্ঠ সমাজশেবী সম্মানীত কৃষিবীদ প্রফেঃ মােঃ হাবিব সাহেব ও তাহার পূত্রকে বিজ্ঞ মূখ্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,ঢাকা আদালতের বিচারক গত ৫ই সেপটেম্বর ২০২১ইং ধর্মদ্রোহী ও মানহানী অভিযােগে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা ঘােষীত করেন। ঘটনা প্রসংগে প্রতিবেশীদের মাধ্যমে জানাযায় যে-সাভার আনন্দপুর অবস্থিত বরিশাল নার্সারীর মালিক ও তাহার পূত্র এলাকায় প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাদের মােটা অঙ্কের চাদাঁ না দেওয়ার কারনে ষড়যন্ত্র মুলক গত ১৪/০৭/১৭ইং ধর্মদ্ৰহী মামলায় জড়িয়ে পরেন। ফলে আদালত বাদীর সাজানাে মিথ্যা অভিযােগ ও স্বাক্ষি প্রমানের ভিত্তিতে একতরফা বিচারকার্য সমাপনসহ প্রফেঃ মােঃহাবিব সাহেবকে ৩ বৎসর কাড়াদন্ড ও অর্থ জড়িমানাসহ পলাতক পূত্র মােঃ সাইফুর রহমানকে ৭বসর কাড়াদন্ড ও অর্থ জড়িমানা করেন।আরাে জানাযায় যে-ক্ষমতাশীন প্রতিপক্ষরা প্রফেসর সাহেবের প্রতিষ্ঠিত এই বৃহৎ নার্সারীটি অনৈতীক জোরদখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শক্রতামুলক মামলায় জড়িত করে এবং প্রতিনিয়ত বিভিন্ন নির্যাতন অব্যাহত রেখে এলাকা থেকে বিতারীত করার পায়তারায় চালিয়ে আসছে। এই বিচারক রায় ঘােষীত হওয়ার পর এলাকায় সুশীল সমাজের মধ্যে কঠোর সমালােচনা ও প্রতিক্রিয়াসহ উত্তেজনাকর পরিস্থিতি অবলোকন করা যাচ্ছে এবং বিজ্ঞ আইনজীবি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের আশ্বাস জানায়। উপরন্ত্র প্রতিপক্ষ বাদী ও আওয়ামী ওলেমালীগের সমর্থকরা প্রফেঃ মােঃ হাবিব ও পরিবারবর্গকে অমুসলিম নাস্তিক/কাফের ইত্যাদি আক্ষায়িত করে মানহানিকর পােষ্টার এলাকার দেয়ালে লাগানাে হয়েছে।
Leave a Reply