আসাদুজ্জামান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা ও দায়রা জজ আদালত-জেলা-সিলেট , এতদ্বারা বিশেষ ভাবে অবগত করা যাইতেছে যে-বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত-সিলেট, চলমাম ফৌঃমামলা পরিচিতিঃ-দায়রা মােকাদ্দমা নং-২৭৫৭/১৮জেঃদাঃজঃআদালত মামলা নং-৯১৪/১৯,রেকর্ড ভুক্ত তাং-২৬/১১/১৯ইংসিলেট। সূত্রঃ জকিগঞ্জ থানা ফৌঃমামলা নং-৯(১)১৮ ,জি.আর.নং-৩৯৮/১৮, তাং-২.০১.১৮ইং অভিযুক্ত মােট ৬জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত আগামী ২১শে এপ্রিল (বুধবার) ২০২১ইং তারিখ বিচারক শুনানী/সুরাহার দিন ধার্য করিয়াছে।অতপর মামলায় অভিযুক্ত ৩জন পলাতক আসামীকে আদালতে বিচার চলাকালিন নিযুক্ত আইনজীবি সমেত অবশ্যই বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, এজলাশ নং-০২,এর বিচারক ছাইদুর রহমান মল্লিক,অতিরিক্ত দায়রা জজ,সিলেট- সময় সকাল ৯.০০ ঘটিকায় উপস্থিতি হওয়ার জন্য আদেশ করা হইল। ইহাতে কোন আসামী যদি উপযুক্ত কারন ব্যতীত অনুপস্থিত/অপারগ বা কোন প্রকার গাফিলতী/ত্রুটি করিলে আসামী স্বয়ং বিচারীক ফলা ফলের দায়বদ্ধ থাকিবে এবং বিজ্ঞ আদালত তাহার অনুপস্থিতিতে বিচারক কার্যক্রম চালমান ও যথা সময় সমাপন করিবেন। আদেশ জারিকৃত অভিযুক্ত পলাতক ৩জন আসামীর নাম ঠিকানাঃ-১। ইমরান হােসেন, (৪৩),পিং-মৃত-হাবিবুর রহমান,সাং-খিলগ্রাম,পােষ্ট-বারহাল,উপজেলা-জকিগঞ্জ সিলেট, ২।আবুল হারিছ,(৪১),পিং-মৃত সমজীদ আলী,সাং-কোনাগ্রাম-ঐ,৩।স্বপন আহমদ(৩৫),পিং-ফাকি মিয়া,সাং-খিলগ্রাম -ঐ, সকলের বাসস্থান/ঠিকানা-জকিগঞ্জ থানা নিয়ন্ত্রনাধীন স্থায়ী বাসিন্দা।
আদেশ ক্রমে কর্তৃপক্ষ বিচার বিভাগ জেলা ও দায়রা জজ আদালত।
Leave a Reply