খুলনা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২০পালিত হয়েছে। দাকোপ উপজেলা পরিষদের মাঠ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর ডাকবাংলা মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
এ লক্ষে ৯ডিসেম্বর বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভাও জয়িতা অন্বেষণেে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলায় ৫ নারী জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়াসিদ্দিকার পরিচালনায় সভায় ৫ জন জয়ীতাকে আলোচনা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ নারী জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়,মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুব হোসেন,দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শচীন্দ্রনাথমন্ডল,দাকোপ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
Leave a Reply