আমাদের সংবাদ প্রতিনিধি ফরিদপুর আলফাডাঙ্গা থেকে অদ্য শনিবার ৮ই নভেম্বর ২০২৫ইং বিকালে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে নিশ্চিত করে যে- বিধবা জাহেদা বেগম (৬৫), স্বামী মৃত গোলাম মোস্তফা, সাং-আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর ইউনিয়ন পরিষদ অন্তরভুক্ত-বাজড়া গ্রামের বাসিন্দার বাড়ীতে স্থানিয় দূর্বৃত্তরা দুপুর আনুমানিক ২.০০ ঘটিকায় ববরচীত হামলা, লুটপাট ও শারীরিক নির্যাতন চালিয়ে গুরতর আহত করলে তিনি চরম ভীত গ্রন্থ হয়ে হার্ট এ্যাটাক্ট করেন। ফলে প্রতিবেশীরা ওনাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে তিনি চিকিৎসারত অদ্য সন্ধায় মৃত্যু বরন করেন এবং স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তার এবিষয় নিশ্চিত করেন। এই অনাকাঙ্খিত নির্মম মৃত্যুর ঘটনাটি তার পরিবার ও এলাকাবাসির মধ্যে চরম শোকের ছায়ার ও উত্তেজনা বিরাজমান। সংবাদ প্রতিনিধি এই বিষয় ভিকটিম পরিবার সদস্যর সাথে যোগাযোগের চেষ্টা চালায় কিন্তু গৃহে কাওকে না পেয়ে প্রতিবেশীদের মাধ্যম জানতে পারে-মৃত ভিকটিম জাহেদা পরিবার আওয়ামী রাজনীতিতে স্বক্রিয় যুক্ত। উল্লেখ্য যে-তিনি এলাকায় নির্যাতীত অসহায় নারীদের আত্ম-র্নিভরশীল গড়ে তোলা ও জনকল্যান কর্মকান্ডে স্বক্রিয় জড়িত থাকায় স্থানিয় মৌলবাদী দুর্বৃত্তরা তাদের প্রতি দীর্ঘদিন চরম ক্ষিপ্ত ও প্রতিশোধ পড়ায়ন হয়ে শেখ হাসিনার পতনের পর থেকে প্রাই এইরুপ বর্বরচীত হামলা ও নির্যাতন চালিয়ে আসছিল। প্রতিনিধি আরো জানতে পারে-ভিকটিমের ১মাত্র পূত্র ইকবাল হোসেন পেশাগত রেন্ট এ কার ব্যবসায়ি ও আওয়ামী রাজনীতিতে স্বক্রিয় থাকায় গত ৫ই আগষ্ট ২০২৪ইং হাসিনা সরকার পতনেরপর প্রতিনিয়ত দূর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহে হামলা নির্যাতনের ভয়ে তিনি বর্তমানে প্রবাসে আত্মগোপনে আছে। ভিকটিমের ছোট কন্যা শাথী খানমের সাথে ফোনে যোগাযোগে জানতে পারে যে, মায়ের নির্মম মৃত্যুর সংবাদ প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরে তিনি দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে হাজির হয়েছে এবং মৃতদেহ গ্রহনের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত আছেন। অত্যন্ত আশ্চর্য বিষয়- এই নির্মম মৃত্যুর ঘটনার বিষয় স্বাস্থ্য কেন্দ্রর কর্মকর্তা আলফাডাঙ্গা থানায় যোগাযোগ করেন কিন্তু থানা পুলিশ আইন প্রশাসন সম্পূর্ন নিঃস্কৃয় ও এই মৃতুর অভিযোগ বা প্রকৃত রহস্য উৎঘাটনের কোন আইনি ব্যবস্থা এখনো নেওয়া হয় নাই। এমনকি সর্বত্র টহলরত সামরিক জান্তারা চলমান এই বর্বরতার বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা গ্রহন ও নিরাপত্তা প্রদান বা জনগনকে আইনি সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে বিধায় দেশে সর্বত্র নৈরাজ্যকর স্বহিংশতা ও ববর্রতা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে বর্তমান তত্বাবধায়ক সরকার যতদ্রুত সম্ভব দেশে আইন প্রশাসন সুসংগঠিতর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও জনগনকে সকল প্রকার নিরাপত্তা প্রদানে স্বক্রিয় ভূমিকা পালন করবেন।
Leave a Reply