1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার

আশুগঞ্জে সংখ্যালঘু যমজ ২পুত্র ও কন্যার চাঞ্চল্যর নিখোজ ঘটনা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৮৪৬ বার
ছবি

আমাদের প্রতিনিধির সংবাদঃ

ব্রাহ্মণবাড়ীয়া আশুগঞ্জ উপজেলা সোনারামপুর গ্রামে গত ২১শে অক্টোবর ২০২১ইং রাতে এলাকার উগ্র মৌলবাদী দূর্বৃত্তরা সংখ্যা লঘুদের উপর হামলা চলাকালিন সময় শ্রী কিংকর ঘোষের যমজ ২পূত্র আকাশ ঘোষ ও নিলয় ঘোষ (১৬) সহ কুমারি কন্যা উপমা ঘোষ(১৪)কে কে বা কাহারা অপহরন করার সংবাদ জানাযায়। এই ঘটনার ভিত্তিতে প্রতিনিধি এলাকাবাসিদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-উক্ত রাত আনুমানিক ৭.০০/৮.০০ঘটিকায় মুখোশ পরিহিত ১৮/২০জন দূর্বৃত্তরা সুপরিকল্পীত ৩/৪টি হিন্দুদের বাড়ীতে হামলা চালায় এবং পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছার পূর্বেই নিরিহ সংখ্যা লঘুদের উপর পাষবীক নির্যাতনসহ গৃহে পুজা মন্ডপ ও আসভাবপত্র ভাঙ্গচুর লুটপাট ইত্যাদি বর্বরতা চালিয়ে যায়।এই নিষ্ঠুরতা চলাকালিন সময় বেশ কিছু হিন্দুরা জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন এবং আইন প্রশাসনের হস্তক্ষেপের ফলে তাহারা পুনরায় গৃহে ফিরে আসেন। কিন্তু ভিকটিম শ্রী কিংকর ঘোষের পরিবার অত্যন্ত চিন্তাগ্রস্ত ও উগ্রীব হয়ে তাহার যমজ ২ পুত্র ও কন্যার দীর্ঘ সময় তাহাদের কোন সন্ধান না পেয়ে অপহরন বা নিখোজ হওয়ার বিষয় অবগত করেন। আইন প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে ২৪ঘন্টার মধ্যে নিখোজদের সন্ধান উৎঘটনের নিশ্চয়তা দিয়ে সংখ্যালঘুদের আশ্বস্থ্য করেও প্রায় ৪৮ঘন্টা পার হওয়ার পরেও নিখোজদের কোন সন্ধান পায় নাই। ফলে ভিকটিম পরিবার ও প্রতিবেশী হিন্দুদের জিজ্ঞাসাবাদে জানাযায় ক্ষমতাশীন রাজনৈতীক মহলের ভুমিদস্যু চক্ররা দীর্ঘদিন যাবৎ তাহাদের আদিপুরুষের বসতভীটা, সম্পত্তি, ব্যবসা ইত্যাদি জোরদখল ও এলাকা থেকে বহিঃস্কৃত করার ষড়যন্ত্রে লিপ্তহয়ে বিভিন্ন ভাবে নির্যাতন ও নিপিড়ন চালিয়ে আসছে। বিধায় শ্রী কিংকর ঘোষ ও সংখ্যালঘু পরিবার সন্দেহাতীত এই অপহরনের দায়ভার ঐসকল ব্যক্তিদের উপর চাপিয়ে দাবী করেন যে তাহাদেরকে এলাকা থেকে উৎখাতের চক্রান্তে লিপ্তহয়ে এই ববরচীত গুরুতর অপরাধ সংঘঠিত করেছে।প্রতিনিধি সন্দেহভাজন অপরাধীদের পরিচয়ের জানতে চাইলে তাহারা নিশ্চিত করেন যে এলাকার প্রভাবশালী ব্যক্তিরাই জড়িত তবে জীবনের নিরাপত্তার কারনে ভীতগ্রস্থ্য হয়ে অপরাধীদের নাম পরিচয় প্রকাশে অসম্মতী জানায়। ভিকটিম পরিবার নিশ্চিত যে আইন সংস্থা ইচ্ছা করলে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় গ্রেফতার ও অপহৃত ভিকটিমদের যেকোন সময় উদ্ধার করতে সক্ষম কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিই অদৃশ্য চাপের কারনে এখনো উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না বা উচ্চ মহলের আদেশের অপেক্ষা করছেন। এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত পুলিশ এখনো নিখোজদের কোন সন্ধান পায় নাই এবং সন্দেহভাজন কোন অপরাধীকেও গ্রেফতার করেন নাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com