গত ১৫ই ডিসেম্বর ১৮ইং শনিবার বিকাল আনুমানিক ৩.০০ ঘটিকা থেকে বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা চাটখিল ও সােনাইমুড়ী ১নং আসনে মনােনীত প্রার্থী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খােকন দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গনে নির্বাচনী গনজমায়েত ও প্রচারনা চলানােকালিন উশৃঙ্খল আওয়ামীলী সন্ত্রাসী নেতাকর্মীদের পরিকল্পিত আক্রমনের সম্মুখিন হয়।ফলে উভয় পক্ষে ভয়াবহ দাঙ্গা ও মারামারি চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী সােনাইমুড়ী থানার ও/সি আব্দুল মাজিদ সরকারী ইশারায় সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে গােলাগুলি চালালে বিএনপি নেতা মাহবুব উদ্দিন খােকনসহ আনুমানিক ১২/১৩জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।সবাইকে নােয়াখালী জেনারেল হাসপাতাল সহ পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং গুলিবিদ্ধ গুরুতর আহত মাহবুব উদ্দিন খােকন চিকিৎসারত সংবাদ প্রতিনিধিকে জানায় যে,থানার ওসি আব্দুল মাজেদকে স্বচক্ষে গুলি চালাতে দেখেছেন।বর্তমানে তিনি গুরুত অবস্থায় হাসপাতালে বিশেষ পরিচর্যায় আছেন এবং তাহার সাথে গুলিবিদ্ধ আহত(পি.এস)ইকবাল হােসেন রুবেলসহ যুবদল ও ছাত্রদল নেতাকর্মী মােঃসােহেল,হারুন মিয়া ,ফারুক আহমেদ,মােঃসেলিম, রায়হান মিজা,মােঃ রবিউল ইসলাম,মজীদ মিয়া, নাজমুল হাসান,সেলিম আহমেদ,মােঃইমােন শেখ, আসিফ কাউসার সহ আরাে অজ্ঞাত ৯/১০জন নেতাকর্মী এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছে। আমাদের প্রতিনিধি আরাে জানায় যে-এই অবাঞ্চিত হামলাকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে থানায় আইন শৃঙ্খলা ভঙ্গর দায়ে সন্ত্রাস ও নাশকতা বিরােধী আইনে ২৫জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ৮জন গুরুতর আহতকে পুলিশ পাহাড়ায় বন্দি দেখিয়ে চিকিৎসারত আছে। বিশেষ উল্লেখ্য যে-প্রধান মন্ত্রী আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সকল বিরােধী দলের স্বচ্ছন্দ অংশগ্রনের আহ্ববান জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছন যে-নির্বাচন সম্পূর্ন সংবিধানিক ভাবে সুষ্ঠ ও নিরপেক্ষ সুসম্পাদন করার লক্ষে কোন প্রকার আইনি হয়রানিকর মামলা, হামলা ইত্যাদি থেকে তাহার দলবল ও আইন রক্ষা ফোর্সকে বিরত রাখবেন। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে তাহার প্রতিশ্রুতির তেমনি বিরুপ প্রক্রিয়া প্রতীয়মান হয়ে বিরােধী দলগুলীকে বাধ্যতা মুলক নির্বাচনি মাঠ ত্যাগ করে প্রতিনিয়ত জীবন বাচানাের জন্য ভয়াবহ হামলা ও মামলার সম্মুখীন হতে হচ্ছে।
Leave a Reply