সারাদেশের সাথে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বাংলা প্রথমপত্র মধ্য দিয়ে প্রথম দিন এসএসসি পরীক্ষার শুরু হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে এসএসসি ১৯ জন, দাখিল ১০ জন ও কারিগরি ০৩ জন পরীক্ষার্থীসহ ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।ইটনা উপজেলা প্রশাসনের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এবছর ইটনা উপজেলা এসএসসি ও সমমানের পরীক্ষার ০৫টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৮৯৪ জন, দাখিল ২৪৫ জন ও কারিগরি (ভোকেশনাল) ৯৮ জন সহ ১২৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এসব পরীক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার দিনে এসএসসি ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে এবং বাকী ১২০৫ জন অংশগ্রহণ করে।এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা যায়।
মোহাম্মদ রাসেল, (ইটনা,অষ্টগ্রাম,মিটামইন)কিশোরগঞ্জ
Leave a Reply