কিশোরগঞ্জে ইটনায় পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ উঠেছে উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামের মৃত মোঃ আলী এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (৫৫) এর বিরুদ্ধে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছে একই এলাকার মোঃ আব্দুল কাদির এর ছেলে চাকরি প্রত্যাশী মোঃ কাউসার মিয়া (২১)।
১৫ জানুয়ারি (মঙ্গলবার) অভিযোগকারীরা থানায় উপস্থিত হয়ে থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের সময় মোঃ কাউসার মিয়া কে চাকরি দেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে নগদ সাড়ে চার লাখ টাকা নেন মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং তিনি সাক্ষীদের সামনে বলেন চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে।
পরবর্তীতে মোঃ কাউসার মিয়ার চাকরি না হলে মোঃ আব্দুল্লাহ আল মামুন এর কাছে টাকা ফেরত চাইলে নানা তাল বাহানা শুরু করে। টাকা চাইতে গেলে অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন মোঃ কাউসার মিয়া এবং তাহার পরিবার কে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেন।
এই বিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এইসব মিথ্যা দাবি করেন।
উল্লেখ্য যে, অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন এর সাথে টাকা আদান প্রদানের ফোন রেকর্ড মোঃ কাউসার মিয়ার কাছে সংরক্ষিত আছে।
Leave a Reply