আমাদের প্রতিনিধি প্রেরীতঃ-ফেনী সদর উপজেলা কাজীরবাগ ইউনিয়নে গত ১০ইং সেপ্টেম্বার ২০১৮ইং স্থানীয় কিছু সংখ্যালঘু হিন্দু যুবক ফেসবুক স্ট্যাটাসে ইসলাম বিদ্দেশী কঠোর মন্তব্য ব্যক্ত এবং সেই সন্ধায় মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে শুকর বেধে রাখার অভিযােগে এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়।ঘটনা প্রসঙ্গে জানাযায় যে-পরদিন সকালে উশৃঙ্খল কিছু মৌলবাদীরা সংখ্যলঘুদের বাড়ীঘরে আক্রমন চালিয়ে নির্যাতন ও জান মালের প্রচুর ক্ষতিসাধন করেছে। বিষয়টি নিয়ে সদর থানায় যােগাযােগে কর্তৃপক্ষ নিশ্চিত করেন যে-পুলিশ ঘটনা জানার সাথে সাথে হিন্দুদের নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করে সবাইকে নিরাপত্তা প্রদানসহ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করেছে। কিন্তু এই বিষয় সংখ্যালঘুদের জিজ্ঞাসাবাদে জানাযায় ভােরে হঠাৎ মৌলবাদ সন্ত্রাসীরা বিভিন্ন হাতিয়ার দ্বারা তাহাদের উপর আক্রমণ চালিয়ে বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশুদের নির্যাতন ও গৃহে ভাঙ্গচুর লুটপাট ইত্যাদি অমানবীক বর্বরতা চালায়। তাহারা আরাে অবগত করে যে-যদিও পুলিশ প্রশাসন তাৎক্ষণিক নিরাপত্ত প্রদান করেছিল কিন্তু ইসলাম পরিপন্থী অভিযােগের জন্য আই.সি.টি এবং ধর্মদ্রোহীতা আইনে মামলায় ৫জন নিরিহ হিন্দু লােককে গ্রেফতার করে থানায় বন্দি করেছেন এবং আরাে ৯/১০জনকে গ্রেফতার করার পায়তার করছে। এই রাষ্ট্র বাদী মামলায় পলাতক আসামীগন ১।শিমুল চন্দ্র নাথ,২। সিন্দু চন্দ্র নাত ,৩।দীনেস দাস,8।পার্থ ভৌমিক,৫।বিপুল দেবনাথ,৬।সুকান্ত শাহা,৭।রিপন নাথ,৮।সুজন দেবনাথ, ও ৯। শান্ত বেদনাথ ও গ্রেফতারকৃত আসামীগন ১০।সাধীন দাস,১১। মনােজ কুমার,১২।বুলন দাস, ১৩।বিপ্লব শাহা, ১৪। সুমন দেবনাথ পরিবারে জিজ্ঞাসাবাদে জানাযায় যে- এলাকায় ভুমি দস্যুরা শত্রুতা মূলক সম্পত্তি দখলের উদ্দেশ্যে কে বা কাহারা শিমুল চন্দ্র নাথের ফেসবুক আইডি হ্যাক/ জালিয়াতীর মাধ্যমে পরিকল্পীত ইসলাম পরিপন্থী মিথ্যাচার অপপ্রচারনা এবং একই সন্ধায় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে শুকর বেধে রাখার ঘটনার দায়ভার সংখ্যা লঘুদের উপর চাপিয়ে বর্বরচীত নির্যাতন চালিয়ে এলাকা থেকে বহিস্কার করছে। আমরা এই ঘটনার দ্রুত সুষ্ঠ ও ন্যায় পরায়ন তদন্তর মাধ্যমে সত্যতা উৎঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।
Leave a Reply