৯৬৯৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, ১২ ও ১৩ই ফেব্রুয়ারী ২০২১ তারিখে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ ও এইসএসসি ৯৮ গ্রুপের সবচেয়ে বড় আয়োজন ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২১। এ বছর পঞ্চম বারের মত হয়ে গেল দু’দিনব্যাপী এই মহাযজ্ঞ। কালের ধারাবাহিকতায় এই টুর্নামেন্টের ব্যাপ্তি ও কলেবর বেড়েছে। যোগ হয়েছে নতুন মাত্রা এবারের আয়োজনে সারাদেশ থেকে মোট চব্বিশটি দল সমবয়সীদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলোয়াড়ও দর্শক বন্ধুরা। মাসব্যাপী চলে অনুশীলন বন্ধন। পদচারণায় মুখরিত হয় খেলার মাঠ এ যেন এক প্রাণের উৎসব বন্ধুত্বের মিলন মেলা। এই টুর্নামেন্টের আয়োজন রয়েছে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের স্পোর্টস উইং এবং ৯৬৯৮ ক্রিকেট কমিটি। উল্লেখ্য রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা কিনা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে প্রায় দু’বছর ধরে ।প
Leave a Reply