1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :

একটি অনাকঙ্খিত আত্মহত্যা হাজারো প্রশ্নবিদ্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬৯ বার

প্রতিনিধি কুমিল্লা থেকে প্রেরীত সংবাদঃ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা নিয়ন্ত্রনাধীন -কমলপুর গ্রামের বাসিন্দা সংখ্যালঘু হিন্দু পরিবার শ্রী সঞ্চয় কুমার শাহার বড় পূত্র শ্রী সুশান্ত শাহা(২৭) বৎসর অদ্য মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ইং ভোররাত আনুমানিক ১.০০ ঘটিকায় নিজ শয়ন কক্ষের ঝুলন্ত ফ্যানের সাথে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেন। এই নির্মম আত্মহত্যার ঘটনাটি স্থানিয় জনগনের মধ্যে চরম প্রশ্ন বিদ্ধ উত্তেজনা ও শোকাহত পরিবেশ সৃষ্টি ঘটায়। ঘটনা প্রসঙ্গে ভিকটিমের প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানাযায় যে-পারিবারীক অভ্যন্তরিন ক্রন্দলের সূত্রধরে সুশান্ত শাহা বাধ্যহয়ে আত্মহুতি দিয়েছে। কিন্তু ভিকটিমের পরিবার মৃতদেহ নিয়ে হাসপাতলে আইনি কার্যকলাপে ব্যস্ততা ও এলাকায় উপস্থিত না থাকায় কিছু স্থানিয় লোকজন ঘটনাটিকে ভিন্ন দৃষ্টিতে সন্দেহাতীত ব্যক্ত করেন যে-স্থানিয় প্রভাবশালী চক্রের সম্পত্তি হরনের চক্রান্তের বোলী হিসাবে হত্যাকান্ড মনে করছেন? যাহারপর বিকালে থানার সাথে এই বিষয় যোগাযোগে জানাতে পারেন যে-ময়নাতদন্ত অনুসারে ভিকটিম পারিবারিক ও সামাজীকভাবে মানুষিক বিপর্যস্থ হওয়ার কারনে আত্মহত্যা করেছে। ফলে পরিবারের ২জন আত্মিয়র সাথে যোগাযোগ করলে তারা নাম প্রকাশে অনিচ্ছুকগং নিশ্চিত করেন যে-ভিকটিমের দীর্ঘ ভালোবাসা পাত্রি হবু জীবন সঙ্গিনির পরিবারের সাথে অনাকাঙ্খিত বিষয় বিয়ে ভেঙ্গে যাওয়ার কারনে তিনি মানুষিক ভারসাম্য হাড়িয়ে আত্মহত্যা করেছে। অনুসন্ধানে এই বিয়ে ভাঙ্গার আরো কিছু মূল কারন প্রতিয়মান হয় যে-কনের অভিভাবকগন দাবী করেন যে-ভিকটিম সুশান্ত অনৈতীক ব্যবসায় জড়িত ও তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আদালতে অনিস্পত্তি চলমান-বিধায় এই পরিস্থিতিতে কনের ভবিষ্যত ও সামাজিক মর্যাদার উপর গুরুত্ব দিয়ে বিয়ের সিদ্ধান্ত বাতিল করেছেন। থানা পুলিশের ভাষ্য মোতাবেক- এইরুপ হৃদয় বিদারক অনাকাঙ্খিত আত্মহত্যার বিষয় থানায় একটি অপমৃত্যু মিস-ক্যাস নথীভুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com