মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা থেকে আমাদের প্রতিনিধি অবগত করেন যে,গত শনিবার ১৫ই ফেব্রুয়ারী ২০২০ইং ভোরে শ্রীনগর থানা নিয়ন্ত্রনাধীন তন্তর ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত রুসদি গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের কুমারি কন্যা নাম সুইটি দাস বয়স ১৭/১৮ পিতা মৃত রাধা বল্লব দাস ও মাতা মালতি রানী দাস, কলেজের ছাত্রী গলায় ফাসি দিয়ে আত্মহত্যার করেছে।এই আত্মহত্যার ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও এলাকাবাসির মধ্যে জটিল প্রশ্নের সম্মুখীন করাতে সংবাদ প্রতিনিধি মৃত সুইটির পরিবার ও প্রতিবেশীদের সাথে যোগাযোগে জানতে পারে যে, এটা আত্মহত্যা নয় বরঞ্চ পরিকল্পীত হত্যাযজ্ঞ দাবী করেন। ভিকটিম সুইটির পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুসারে জানতে পারেন যে-৩দিন পূর্বে ৫/৬জন দূর্বৃত্তরা রাতের অন্ধকারে অস্ত্রের মুখে তাহাদের জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে সুইটিকে অপহৃন করে নিয়ে যায়। ফলে এই বিষয় ভিকটিম পরিবার ও প্রতিবেশীদের উদ্ধোগে হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগীতায় থানায় অভিযোগ জানায় কিন্তু পুলিশ প্রশাসন এই বিষয়টিকে প্রেমঘটিত পালিয়ে যাওয়ার ঘটনা আক্ষায়িত করে তেমন কোন গুরুত্ব দেয় নাই বলে দাবী করেন। ফলে প্রতিবেশী পরিমল দাস ভোরে পশুর খামারে আম গছের ঢালে সুইটির ঝুলন্ত লাশ দেখতে পায় এবং তাহার চিৎকারে ভিকটিম পরিবার ও এলাকার লোকজন জড়ো হয়ে আইন প্রশাসনকে অবগত করেন। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক এস.আই. রাকিবুল হাসান ও সঙ্গিরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশ উদ্ধার ও মৃত ব্যক্তির পরিচিতি নিশ্চিতরপর প্রাথমিক তথ্য বিবরনী লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। অতঃপর সেইদিন লাশের ময়না তদন্ত সম্পাদনের পর পুলিশ মৃত সুইটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন এবং ময়না তদন্ত রিপোর্ট অনুসারে এই ঘটনাটি আত্মহত্যা হিসাবে থানা খতিয়ানে অপমৃত্যু হিসাবে রেকর্ডভুক্ত করেন। কিন্তু এই মৃত্যুর বিষয় ভিকটিম সুইটির ভাইরা দাবী করেন যে স্থানীয় রাজনৈতীক প্রভাবশালি ভূমি দস্যু (নাম প্রকাশে অনিচ্ছুক) তাহাদের পৈতৃক সম্পদ জোরদখল ও স্বদেশ থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত এবং একশ্রেনীর দূষ্কৃতিকারীরা তাহার কুমারী বোনকে যৌন ভোগের চেষ্টায় দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে আসছিল বলে নিশ্চিত দাবী করেন। এই বিষয় থানায় যোগাযোগে ও/সি সাহেব নিশ্চিত করেন যে-ময়না তদন্ত তথ্য মোতাবেক এই মৃত্যুটি প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিধায় ভিকটিম কুমারী সুইটি দাস মুসলিম যুবকের সাথে প্রেমের বন্ধনে অবদ্ধ হয়ে ধর্মকেন্দ্রীক পারিবারিক মতানৈক্যর জটিলতার শিকার হয়ে বাধ্যতা মূলক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তিনি দাবী কারনে।
Leave a Reply