সুলতানা রাজিয়া, প্রধান তাদের বাড়ির আঙ্গিনায় একটি দেওয়াল ছিলো, যা সীমানা নির্ধারন করার জন্য দুই বাড়ির মধ্যে ছিল। এই দেয়ালে উপরে ছিল ফাঁকা আর এই দেয়াল টি ঘেঁষে ছিল (মালিক) সুলতানা রাজিয়া বাসা। তার বাড়ী নাম্বার ৪৪০/৩/এ, সেনপাড়া পর্বতা,কাফরুল থানা, ঢাকা-১২১৬। সামান্য বৃষ্টি হলেই সুলতানা রাজিয়া বাসাতে পানি প্রবেশ করতো। আর এই পানি বন্ধের জন্য মিস্ত্রি দিয়ে সামান্য সিমেন্ট বালুর মাধ্যমে পানি বন্ধের চেষ্টা করেন।
কাজ করার এক পর্যায়ে , হাবিবুর রহমান বাবু পাশের বাড়ী, (হোল্ডিং নং ৪৪০/২,সেন পাড়া পর্বতা,কাফরুল থানা,ঢাকা-১২১৬,) তিনি এসে বাধা দেন ও দেয়ানটি ভেঙ্গে দেয় এবং সুলতানা রাজিয়ার বাড়ীর বিটম্যান সাব্বির হোসেন বাদশাকে অকথ্য ভাষার গাকি গালাজ করেন। হাবিবুর রহমান বাবু দাবি করেন যে এই দেয়াল টি তার জায়গায় তাই সে এখানে কোনো কাজ করতে দেবেনা এসময় সুলতানা রাজিয়া বাঁধা দিলে তাকেও গালি গালাজ করে এবং কাজ বন্ধ করে বলেন। হাবিবুর রহমান বাবু, তাদের কে হুমকিও দেয় যে যদি আবারো তারা দেয়াল এর কোনো কাজ করতে চায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। ঘটনাটি ঘটে গত ১৩ই জুন রোজ শনিবার বিকেল ৩.৩০ টার দিকে, তার সন্তানেরা কেউ বাড়িতে না থাকায় এই জঘন্য কাজটি করতে কোনো দিধাবোধ করেন নি এই হাবিব।
বাড়ীর মালিক সুলতানা রাজিয়ার স্বামী কিছু দিন আগে মারা যায় সেই থেকে তিনি স্বাভাবিক জীবনে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন,হার্টের সমস্যা থাকায় নিয়মিত তাকে বিশ্রামে থাকতে হত।
Leave a Reply