আমাদের প্রতিনিধি মাসুম-
গতকাল ২২ আগষ্ট ২০১৯ইং বৃহস্পতিবার বিকাল ৩.৩০ঘটিকায় পালপাড়া পাওয়ার হাউজে কর্মরত শ্রমীকদের সাথে যুবলীগের সদস্যদের চাদাঁবাজী কেন্দ্রীক ভয়াবহ সংর্ঘষে রানা হাসান(৩৩)নামের যুবলীগ সদস্যর মৃত্যু ঘটে।এই মৃত্যু/হত্যাকান্ডের বিষয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তিতে পাওয়ার হাউজের সিসিটিভি কেম্যারায় ফুটেজে দৃশ্যমান হয় যে-ঘটনা স্থলে ৯/১০জন শ্রমীকরা পানির মটোর পাম্প স্থাপনের কাজ করার সময় ৩টি মটোর সাইকেলে আগত ৮/৯জন যুবকরা শ্রমীকদের ঘিরে উচ্চকণ্ঠে বকাবাজি ও কাজে বাধাসহ ব্যবহারিত যন্ত্রপাতি ছুড়ে ফেলতে দেখা যায়।এমতাবস্থায় আশেপাশে বিভিন্ন পেশার লোকজন সেখানে জড়ো হলে উভয়ের মধ্যে উত্তেজনাকর কথা কাটাকাটি থেকে একে-অপরকে বিভিন্ন হাতিয়ার দ্বারা হামলা চালায়।একপর্যায় ক্ষিপ্ত শ্রমীক ও জনগন সম্মনয় ৩/৪জন অস্ত্রধারী যুবককে গনধোলাই দেওয়ার সময় বাকিরা বেগতীক অবস্থায় দ্রুত মটোর বাইকে পালিয়ে যায়।পাওয়ার হাউজের কর্মচারীরা আহতদের গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যালে ভর্তি করলে অতিরিক্ত রক্ত ক্ষরণে চিকিৎসারত যুবলীগ কর্মী রানা আনুমানিক বিকাল ৫.১৫ ঘটিকায় মৃত্যুবরন করে।এই হত্যার বিষয় পুলিশ পরিদর্শক রাতে পাওয়ার হাউজে উপস্থিত হয়ে কর্মচারী ও এলাকাবাসীদের ঘটনার উৎপত্তির বিষয় জিজ্ঞাসা ও সকলের বয়ান রেকর্ড করেন।পুলিশ পাওয়ার হাউজের কর্মকর্তাদের সহযোগীতায় সিসিটিভি কেম্যারায় ফুটেজ যাচাই ও মারামারি চলাকালিন হামলাকারি এবং বিভিন্ন পেশার শ্রমিকদের নাম পরিচয় রেকর্ড করেন।প্রতিনিধি অদ্য সন্ধায় মৃত রানার পরিবার ও চিকিৎসারত ২জন আহত তপন সাহা ও সাজুর সাথে সাক্ষাতে জানতে পারেন যে-ফাইভ ষ্ট্রার ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ নজরুল ইসলাম বিরোধী রাজনৈতীক দলীয় প্রভাবে অসৎ প্রক্রিয়ায় ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি রাষ্ট্রীয় টেন্ডারের শর্ত ভঙ্গকরে দূর্নীতির মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানে নিন্ম মানের যন্ত্রপাতি সরবরাহ/স্থাপনকরে দেশ ও জনগনের সাথে প্রতারনা দায়ে তাহারা কঠোর বিরোধীতা ও বাধা দিলে ঠিকাদারের সন্ত্রাসী কর্মচারীরা ক্ষিপ্তহয়ে ধারালো হাতিয়ার দ্বারা বর্বরোচিত হামলা ও নির্মম হত্যাযজ্ঞ চালায়।এই হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমপি মহাদয়ের বিশেষ পর্যবেক্ষনে অদ্য দুপুরে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করে।ফলে মৃত ভিকটিমের পরিবার পাওয়ার হাউজের সিসিটিভি ক্যামেরায় ধারনকৃত চিত্র ও কর্মচারীসহ এলাবাসির বয়ানের উপর ভিত্তিকরে ১১ জনকে হত্যা কান্ডের আসামির চিহ্নিত করা হয়েছে।পুলিশ আহতদের ভাষ্য ও সিসিটিভির ফুটেজ অনুসারে গতরাতে ৪জনকে গ্রেফতারসহ তাহাদের স্বীকারউক্তি মোতাবেক বাকি ৭জন পলাতককে গ্রেফতারের তৎপড়তা চালিয়ে যাচ্ছেন। পুলিশের তথ্য মোতাবেক গ্রেফতারকৃত ৪জন আসামি ১। হাসিব উদ্দিন(৪২), পিং-শহিদ উল্লাহ, পেশা-হকারি ব্যবসা, সাং-মধ্য কান্দিরপাড়,কুমিল্লা,২।মোঃজাকির (৩৪),পিং-মোঃআদম,পেশা-সবজী ব্যবসা,সাং-পালপাড়া,ঐ,৩।সিরাজ মিয়া (৪৪), পিং-উসমান মিয়া, পেশা- প্লাম্বার, সাং-কুমারতলি-ঐ, ৪।ইকবাল হোসেন(২৭),পিং-নুর হোসেন,পেশা-পাইপ ফিটার,সাং-গোবিন্দপুর, কতোয়ালী,ঐ।পলাতক আসামি গং,৫।মোঃরিজন(২৪),পিং-সালাউদ্দিন,পেশা-হেলপার,সাং-ইলাশপুর-ঐ,৬।বাসু মিয়া (৪৫),পিং-মৃত কাশেম মিয়া,পেশা-ইলেট্রিশিয়ান, সাং-দৌলতপুর-ঐ,৭।মোঃহৃদয় (২৫), পিং- আবুল কালাম, পেশা-ইলেক্ট্রিশিয়ান। সাং- করুনাপুর,ঐ,৮। মোঃসাজ্জাদ (২৩),পিং-মুস্তফা মিয়া, পেশা-পাইপ কাটার, সাং-পালপাড়া,ঐ,৯।জহির খান (৩০), পিং-নুর-খান,পেশা-ওয়েল্ডার, সাং-কান্দিরপাড়,১০।মনিরুল ইসলাম (৩৭),পিং-জমির উদ্দিন, পেশা-ফল ব্যবসায়ী,সাং-কান্দিরপাড়,ঐ,১১। মোঃ তানভীরুল ইসলাম তুষার (২০) পিং- আবুল কালাম,পেশা-ছাত্র,সাং-করুনাপুর,ঐ।প্রতিনিধি থানায় যোগাযোগে জানাযায় যে-মামলাটির তদন্তভার এস.আই.শ্রী জগৎ বিশ্বাসকে অর্পন করা হয়েছে এবং তিনি অভিযোগের সত্যতা জনসম্মুখে ও বিজ্ঞ আদালতে দাখিল করবেন।
Leave a Reply