আমাদের প্রতিনিধির সংবাদঃ
গত ১৬ই জুলাই ২০১৯ইং সন্ধায় গৌরীপুর বাজারে ইসলামিয়া স্যুইটস এন্ড হােটেলের বৈধ অধীকার নিয়ে দুই ভাইয়ের পরিবার ভয়াবহ সংঘাতে লিপ্ত হয় ।উভয়ের মধ্যে মারামারি চলাকালিন আওয়ামীলীগ নেতা মােঃশাহ আলমের পুত্র,১। মােঃআরিফ(২৭),ও তাহার সঙ্গি,২।মােঃ সাব্বির (২৪), পিতা-মােঃ নাসির উদ্দিন,৩। আশেক মাহমুদ(২৬),পিতা-হাজি গােলাম মাহমুদ,৪। রাকিব আহমেদ (২৭), পিতা-মুজিব আহমেদগন যুবলীগ সদস্য ও গৌরীপুর ইউনিয়নের বাসিন্দারা গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য এলাকাবাসি দ্রুত হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসারত মােঃ আরিফ মৃত্যু বরন করে এবং আহত ৩জন ভর্তি অবস্থায় চিকিৎসা চলমান আছে। এই অনাকাঙ্খিত হত্যার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীর মাধ্যম অবগত হয়-গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের বাসিন্দা এবং মরহুম মােঃ সাহেব আলীর ২পূত্রের ১ম মােঃআবুল হােসেন,২য় মােঃ শাহ আলমের মধ্যে দীর্ঘদিন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত জটিলতা ও ভয়াবহ শত্রুতা চলমা আছে। ঘটনা প্রসঙ্গে প্রতিবেশীদের মাধ্যমে জানাযায় যে-তাহাদের পিতার মৃত্যুরপর বড় ভাই আবুল হােসেন নিজেদের মধ্যে পৈতৃক সম্পত্তি সুষ্ঠভাবে ভাগ বাটোয়ারা করে নেয় কিন্তু ছােট ভাই শাহ আলমের ধারনা যে-বড় ভাই তাহাকে অনৈতিক ভাবে ঠকিয়েছেন। বিধায় এই বিষয় নিয়ে বহুবার গ্রামীন শালিসির মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে বিফল হয় এবং শাহ আলম তাহার রাজনৈতীক দলীয় ক্ষমতার জোরে বড় ভাইয়ের পরিবারকে বিভিন্নভাবে পেরেশানিসহ ষড়যন্ত্র মামলায় জড়িয়ে জেলহাজত ভােগ করায়। অত্যন্ত আশ্চর্য বিষয়একই বংশের ২ভাই সম্পূর্ণ ভিন্ন রাজনৈতীক মতবাদ/চিন্তা চেতনায় আস্তাশীল, বড় ভাই বিএনপির ও ছােট ভাই আওয়ামীলীগ অনুসারী। এই হত্যার প্রসঙ্গে থানায় যােগাযােগে জানাযায় যে-গতকাল ১৭ইং জুলাই ২০১৯ইং ভিকটিমের পিতা মােঃশাহ আলম তাহার বড় ভাইয়ের ২টি পুত্রসহ মােট ১১জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামী ৩ |আবুল হােসেন (৫৬),পিং-মৃত মােঃসাহেব আলী,৪। শহিদুল হক(৪২),পিং-আঃ আজিজ,৭।মােঃবরকত উল্লাহ(৩৭),পিং-রশিদ উল্লাহ,৯। আব্দুল মতিন(৩৫),পিং-মৃত হাসেম মিয়া,১০।দুলাল মিয়া (৪০),পিং-মজিদ মিয়াগন বর্তমানে থানায় বন্দি এবং ৬জন পলাতকগং-১ আরিফুর রহমান রাসেল (৩৩),২।আতিকুর রহমান রাজিব(৩১),উভয়ের পিং আবুল হােসেন,৫।মােঃ মামুন(২৮),পিং-রকিবুল হক,৬ ।মােনির হােসেন(৩৩),পিং-হাজী ওসমান,৮।জমির হােসেন(৪৪),পিং-আবুল খায়ের, ১১।সালাউদ্দিন(৩৯)পিং-মৃত শহিদ মিয়াগন দাউদকান্দি থানা নিয়ন্ত্রনাধী গেীরপুর ইউনিয়ন পরিষদ পেন্নাই গ্রামের স্থায়ীবাসিন্দা ও এজাহার ভুক্ত আসামী এখনাে পর্যন্ত পলাতক ও পুলিশ তাহাদের সন্ধানে আছে।
Leave a Reply