আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গোদারপাড়া ব্রিজ এলাকায় খালের পাড়ে নির্মিত পরিত্যক্ত ভবনের (সুইচগেট) এর মধ্যে প্রতিরাতে চলে মাদক ও অসামাজিক কার্যকলাপ। রাত যত গভীর হয় এলাকা ততই নির্জন হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় কিছু কুচক্রী মহল সুকৌশলে বিভিন্ন এলাকা থেকে পতিতা এনে সেই পরিত্যক্ত ভবনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পাশাপাশি প্রতিদিন বসে মাদকের আখড়া।
সরেজমিন গিয়ে জানা যায়,স্থানীয়দের মধ্যে কিছু সিএনজি চালক ও এলাকার মাদকসেবী মিলে সেন্টার ও চাতরী চৌমুহনী গিয়ে কিছু গার্মেন্টস কর্মী নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে উক্ত এলাকায় নিয়ে এসে ধর্ষণ করে বলেও জানা যায়। স্থানীয় কয়েকজন আরো জানান, কয়েক বছর যাবৎ অত্র খালের বেড়িবাঁধ সড়কটি মাটি ভরাট করার কারণে গাড়ি চলাচল করায় রাতের আধারে স্থানীয় মাদকসেবী ও কিছু বাহিরগত দালাল মিলে পরিত্যক্ত ভবনে পতিতা ও মাদকের আখড়া গড়ে তুলে। অনেক সময় স্থানীয় কিছু গার্মেন্টস কর্মী নারী প্রেমের ফাঁদে পড়ে তাদেরকে এই পরিত্যাক্ত ভবনে এনে প্রতিনিয়ত ধর্ষণ করে থাকে এমনকি স্থানীয় কয়েকজন নারী তাদের ফাঁদে আটকে যায়।এমনকি উলঙ্গ অবস্থায় তাদের ঘরে আশ্রয় নিতে এসেছিল বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের জানতে চাইলে তিনি বলেন সংবাদ পেয়েছি যে গোদারপাড়া ব্রিজ এলাকার পরিত্যক্ত সুইচগেট ভবনে মাদক কার্যকলাপ হয়।আমরা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।
Leave a Reply