আজ গাবতলী পশুর হাটে এই মতবিনিময় করেন । এই সময় তিনি বলেন,কুরবানি কে কেন্দ্র করে গাবতলী পশুর হাটে যাতে করে কোনো নাশকতা সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখছেন র্যাব, এবং হাটে যাতে কোনো পশুকে ওষুধ প্রয়োগ করে মোটাজাত না করতে পারে সেই জন্য ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশা পাশি জাল টাকা ও অনলাইনে পশু কেনার ক্ষেত্রেও তদারকি করা হচ্ছে।এছাড়া ও ট্রেন, বাস,লঞ্চ এর ক্ষেত্রে কোনো ধরনের টিকেট কালোবাজারী না হয় সেই ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply