1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :

গাবতলি সিটি কলোনিতে দুই গ্রুপের সংঘর্ষ গুরুতর আহত একজন ঢাকা মেডিক্যাল ভর্তি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭১৩ বার

আসাদুজ্জামান

গাবতলি ২নং গলির সিটি কলনীর মসজিদের সামনে  রাত আনুমানিক ১১:৩০ টার দিকে ৩০-৪০ জন একটি সন্ত্রাসী বাহিনী এবাদুল্লাহ রহমান (৪৫)এর উপড় হামলা করে।তার পিতা মৃত সুলতান খান ।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল এ ভর্তি আছে। গত ১৮/১১/২০ বুধবার রাতে এই ঘটনা ঘটনা ঘটে। আহত এবাদুল্লাহ রহমান দারুসসালাম থানার সেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক। গত বুধবার রাতে সামান্য একটা বিষয় নিয়ে কথা  কাটাকাটির এক পর্যায়ে মোঃ জামাল (৪ ০)  সেচ্চাসেবক দলের সহ সভাপতি দারুসসালাম থানা। তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভাবে এবাদুল্লাহ রহমানের উপড় হামলা করে। এবাদুল্লাহ বলেন, এলাকার ময়লা ও বিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে তাদের কথা কাটাকাটি হয়। তারি জেড় ধরে মোঃ জামাল,ছোট কালাম তার উপড় হামলা চলায়। কথিত আছে যে, মোঃজামাল, কালাম, তারা মাদক ও বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত। তার খালাতো ভাই আমির হোসেন ১০ নং গলিতে প্রতিদিন জোয়ার আসর বসায়,এবং শপন কে দিয়ে ইয়াবা ও হাসান কে দিয়ে চালান দেয়।

১।জামাল হল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী কিন্তু তার ৩টি বাড়ী প ৪-৫ টি নোয়া গাড়ী আছে।

২।সরকারী সিটি কর্পোরেশনে জায়গা দখল করে নিজের করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।

সে লেগুনা  স্ট্যান্ড চালায় এবং সেখান থেকে প্রতিদিন চাঁদা তুলে  

 এই জামা্ল এক সময় ছিলেন সুইপার আর এখন শত কোটির টাকার মালিক। এত দুর্নীতি থাকার সত্তেও আইন শৃংখলার বাহিনীর নাকের সামনে দিয়েই চলছে তার এই বানিজ্য

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com