গত ২১ শে জানুয়ারী মিরপুর টেকনিক্যালে মােড়ে পার্শবর্তি গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতা দাবীতে গনআন্দোলন চলাকালিন আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলা কলেজ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাহাদের কঠোর প্রতিহত করাতে উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গাফসাদ সংঘঠিত হয় এবং সাবের উদ্দিন (৩৩) নামে এক শ্রমিক গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বরন করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে-আইন রক্ষাকারি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য বাধ্যতা মুলক কাদানী গ্যাস ও ফাকা গুলি নিক্ষেপ করে বলিয়া প্রত্যক্ষদর্শীদের বয়ানে প্রতিয়মান হয়। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায়-শ্রমিক ও প্রতিপক্ষদের মধ্যে দাঙ্গা চলাকালিন কিছু রাজনৈতীক সন্ত্রাসীরা দলীয় সুবিধা আদায়ের লক্ষে এলােপাথারি গােলাগুলি নিক্ষেপ করলে ১৪/১৫জন শ্রমিক ও সাধারন ব্যক্তিসহ ২জন পুলিশ গুরুতর আহত ও প্রচুর ক্ষয়ক্ষতী সাধিত হয়। কিন্তু ময়নাতদন্তে বর্নিত গুলিবিদ্ধ মৃত ভিকটিমের দেহ থেকে জব্দকৃত বুলেট আইন সংস্থার বুলেটের সাথে কোন মিল না হওয়াতে পুলিশ বাদীহয়ে সেই রাতে মিরপুর থানায় বিরােধী দলের নেতা কর্মিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।অতপর দীর্ঘ তদন্তের পর মামলার আই/ও এস.আই.জাকির হােসেন গত ২৯/০৮/১৭ইং আদালতে মােট ১৪ জনকে সুর্নিদিষ্ট অপরাধী চিহ্নিত করে আদালতে অভিযােগ প্রতিবেদন দাখিল করিয়াছে। অভিযােগের বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের প্রতিনিধি বিভিন্ন যােগসুত্র ও অনুসন্ধানে জানতে পারেন যে-এই হত্যাকান্ডে প্রকৃতহােতা বাংলা কলেজ ও এলাকার উশৃঙ্খল ছাত্রলীগের সদস্যরা সম্পূর্ন জড়িত। কিন্তু বাদী রাষ্ট্র পক্ষ নিজেদের দোষ ও দায়ভার এড়ানাের জন্য ষড়যন্ত্র মুলক অভিযােগ গুলি বিরােধী দলের সদস্যদের উপর চাপিয়ে নিঃস্কৃতি লাভ করছে। প্রতিনিধি থানায় যােগাযােগ করে অভিযুক্তদের পরিচয় সমন্ধে জানতে পারেন যে-বাংলা কলেজের ৫জন ছাত্রদলের সদস্যসহ বিএনপি শ্রমিকদল মিরপুর থানা শাখার ৯জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে ১১জন দীর্ঘদিন একাদিক মামলায় বিভিন্ন স্থান ও বিদেশে আত্নগােপনে আছে এবং উক্ত মামলার বিষয় তাহাদের কোন ধারনাই নাই। ১৪জন অভিযুক্তদের মধ্যে হাজতী ৩জন আসামীর পরিচয় ১।মাসুক আহমেদ(৩৭),পিং-আজাদ হােসেন,প্রচার সম্পাদক শ্রমিকদল মিরপুর, ২।নজরুল কবির(৩৯),পিং-মােঃশহিদুল্লা ,দপ্তর সম্পাদক শ্রমিকদল মিরপুর, ৩।মহি উদ্দিন ইমন(২৪),পিং-জহির উদ্দিন,প্রচার সম্পাদক ছাত্রদল বাংলা কলেজ,মিরপুর।পলাতক ১১জন আসামী৪।রকিবুল ইসলাম(২৬), পিং-আব্দুল হালিম, ছাত্রদল বাংলা কলেজ মিরপুর শাখা,৫। আলাউদ্দিন আল আজাদ(২৬),পিং-আবুল কালাম আজাদ,ছাত্রদল বাংলা কলেজ,৬।আবু ছাইদ (২০), পিং-হাজী আলাউদ্দিন,ছাত্রদল বাংলা কলেজ,৭।মােঃ সাইফ এনাম (২৪),পিং-মােঃ দাউদ মিয়া,ছাত্রদল বাংলা কলেজ, ৮।হুমায়ুন কবির(৩৩),পিং-হাসমত আলী,শ্রমিকদল মিরপুর শাখা,৯।মােঃমামুন(৩২),পিং-মােঃলিয়াকত, শ্রমিকদল মিরপুর শাখা,১০ | আমিরুল হক (২৫),পিং-মৃত সরফুদ্দিন, শ্রমিকদল মিরপুর শাখা,১১। সবুজ। আহমেদ(২৮),পিং-রুস্তম মিয়া শ্রমিকদল মিরপুর শাখা,১২।মােঃইরফান (৩৮), পিং-মৃত জাকির আহমেদ সেচ্ছাসেবক দল মিরপুর শাখা,১৩। মাইনুল ইসলাম (৩৪),পিং-ওমাের আলী, প্রচার সম্পাদক শ্রমিকদল, মিরপুর শাখা,১৪। ফরিদুল হাসান (৩৫),পিং-মােঃ মুজাম্মেল হক, শ্রমিকদল মিরপুর থানা শাখা। থানার ও/সি এবং আই/ও কে জীজ্ঞাসাবাদে জানা যায় যে-একশ্রেনীর রাজনৈতীক মহল দলীয় ফয়দা লাভের লক্ষে পরিকল্পীত শ্রমিকদের উস্কানির মাধ্যমে আন্দোলন সৃষ্টিসহ দাঙ্গাফসাদ ও গােলাগুলি নিক্ষেপ করে হত্যাযজ্ঞ সংঘঠিত করিয়াছে। বর্তমানে মামলটি আদালতে বিচারের প্রক্রিয়াধীন আছে এবং আইন সংস্থা পলাতক আসামীদের গ্রেফতারী তৎপড়তায় সর্বত্র ব্যস্ত আছে।
Leave a Reply