1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার, সংঘর্ষে আহত ১ শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? আইন কী বলে জুডিশিয়াল ক্যু’র মাধ্যমে ড. ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা যেত কী: আইন ও বাস্তবতার বয়ান প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টাররুলে কর্মরত কর্মচারীদের স্থায়িত্বকরণে মানববন্ধন মৌলভীবাজার রাজনগর উপজেলায় বিএনপি নেতার বাড়ীতে যৌথবাহিনী হামলা ও মামলা বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ করবেন, আইন কী বলে মুন্সিগঞ্জ টুংগিবাড়ী উপজেলায় বিএনপি নেতা দোলন ও কুমারী মুসরাত গুমের চাঞ্চল্যকর ঘটনা ফেনী সদর উপজেলা মধুপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা ও ডাকাতি

চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার বিচারের রায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৩৮১৯ বার
প্রতীকী ছবি

আসাদুর রহমান

কুমিল্লা সদর আওয়ামীছাত্রলীগী সভাপতি সাইফুল ইসলাম ছাত্রলীগ সম্মেলন শেষে দলবল নিয়ে গত ১১/০৪/১৫ইং তারিখ সন্ধায় বাড়ী ফেরার পথে মুখোশ পরিহিত দূর্বৃত্তরা কান্দিরপার ব্যস্ততম চৌরাস্তা মোড়ে পরিকল্পীত নির্মম ভাবে কুপিয়ে গুরুতর আহতকরে।এলাকার লোকজন তাহাকে ও আহত সঙ্গিদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলেপরদিন ভোড়ে চিকিৎসারত সাইফুল ইসলাম (৩৭)অতিরিক্ত রক্তক্ষরনে মৃত্যু বরন করে। ফলে এই চাঞ্চলকরনির্মম হত্যা কান্ডটিকে রাজনৈতীক প্রেক্ষাপটে প্রতিহিংশা কিংবা ব্যক্তি শত্রুতার জের হিসাবে চিহ্নিত করেআহত স্বেচ্ছা সেবকলীগ নেতা জহিরুল ইসলাম বাদী হয়ে ২২জনকে সন্দেহাতীত অপরাধী মানিয়া কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

দীর্ঘদিন মামলাটি আদালতে চলামন অবস্থায় সিআইডি পুলিশ অভিযােগের সুক্ষতদন্ত সমাপন করে ১৬জন প্রতিপক্ষ বিরোধী দলীয় নেতা কর্মীদের দোষী চিহ্নিত করে আদালতেঅভিযোগপত্র দাখিল করেন। অতপর মামলাটি উচ্চ মহলের সুপারিশে মহানগর বিশেষ দায়রা জজ আদালতে বিজ্ঞঅতিরিক্ত দায়রা জজ শ্রী প্রভাকর নাথ বিশ্বাস নিষ্ঠার সাথে বিচারকার্য সমাপন ও অভিযুক্ত ১৬জন আসামীকে ২১ নভেম্বর ২০১৭  বিভিন্ন মেয়াদী কঠোর সাজায় দন্ডিত ঘোষিত করেন। উল্লেখ্য যে-এই পরিকল্পীত নির্মম

হত্যাকান্ডে ৫জন মূখ্য পলাতক আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত ঘোষিত করেন যাহারা-১।আরিফুল আজাদ(৪২),পিং-আব্দুল গনি,২।সাহেদ আলম(৩৮), পিং-মৃত মকবুল মিয়া,৩।জাকির হোসেন মাসুম (৩৬) ,পিং মোঃ লুঙ্করহোসেন, ৪। কামরুল হাসান জুয়েল (৩৪),পিং-দলিলুর রহমান,৫। মোঃশাহিদ আহমেদ(৩২),পিং-হাজী মোবারকমিয়াগন।  এবং  যাবৎ জীবন ও অর্থদন্ড সাজা ঘোষিত ৬জন পলাতক আসামী হলেন ৬।ফেরদাউস আলম (৩৩) পিং-মৃতসামসুল আলম,৭।মাসুদুর রহমান রানা(৩৭),পিং-মৃত আকবর হোসেন,৮।শাহজাহান কবির (৪৩) পিং-ডাঃ নাজমুলকবির,৯। মুকছেদ হাসান হিরু(৩৮),পিং-প্রঃ আব্দুল হালিম,১০। আসিফ হোসেন (২৮),পিং-হাজী মোঃ কামালউদ্দিন, ১১।নাসিরুল ইমরান(৩০),পিং-ডাঃ জাকির হোসেনগন।  আদালতে উপস্থিত ৫জন নু্ন্যতম ৮বৎসর সশ্রম কাড়াদন্ড ও অর্থ জরিমানা সাজা ঘোষিত আসামীগন১২। জালাল উদ্দিন (৪০),পিং-মৃত ওসমান মিয়া, ১৩। মোঃ ইমরুল হক (৩৩),পিং-মোঃ জলিল মিয়া, ১৪। মোঃমোশারফ দিপু (৩৮),পিং-রুহুল আমিন,১৫। তারিফুল আলম তিতুমীর (৩৫),পিংমৃত মোঃসালাউদ্দিন, ১৬। মনসুর

হাকিম (৪৭),পিং-মৃত হাজী আব্দুল মমিনগন। আমাদের প্রতিনিধি আরও নিশ্চিত করেন যে-বিজ্ঞ আদালতে এইমামলায় মৃত্যুদন্ড ও যাবৎ জীবন সাজা ঘোষিত রায় ও সিদ্ধান্তের প্রতি সকল আসামী পরিবার/আত্নীয়মধ্যে চরম ক্ষোব/অসন্তোষ ভাব বিরাজ করছে। তাহারা ক্ষিপ্তহয়ে আরও জানায় যে-বাদী সরকার দলীয়রাজনৈতীক প্রভাবে চক্রান্ত মুলক নিরাপরাধীদের মামলায় অভিযুক্ত করেছে এবং বিচার চলাকালিন বিভিন্নভয়ভীতিকর হুমকি ধামকির মাধ্যমে আসামী পক্ষে কোন স্বাক্ষিদের আদালতে উপস্থিত হতে দেয় নাই।এইমামলায় বিবাদী পক্ষে আইনজীবির সাথে  যোগাযোগ করে  জানাযায় যে-মামলাটি সম্পুর্ন রাজনৈতীক প্রতিহিংসা ওদলীয় অনৈতীক ষড়যন্ত্র কেন্দ্রীক শত্রুতা মুলক হত্যাকান্ড ।

যাহার কারনে বিজ্ঞ আদালত বাদী পক্ষে একতরফা স্বাক্ষিদের বয়ান ও প্রভাব/ আলামতের উপর ভিত্তিকরে আসামীদের নির্মম মৃত্যুদন্ড/যাবৎজীবন কাড়াদন্ড সাজায় দন্ডিত বিষয়টি সম্পূর্ন আইন পরিপন্থী হিসাবে মনে করেন বিধায় তাহারা এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করার ইচ্ছা পোষন করেন। বর্তমানে সকল পলাতক আসামীদের গ্রেফতার প্রক্রিয়াজারি আছে এবং আইন সংস্থা রেড ওয়ারেন্ট/সাজা পরোয়ানা নিয়ে সর্বত্র সন্ধানরত। এই সংবাদ

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com