আমাদের প্রতিনিধি সংবাদ-পটুয়াখালী বাউফল উপজেলায় গত ২০শে ফেব্রুয়ারী ২০১৪ই সালে চাঞ্চল্যকর জাফর জোমাদার হত্যা মামলা বিচার রায় সংক্রান্ত জটিলতার বিষয় অবগত করেন। বিশেষ উল্লেখ্য যে-বিজ্ঞ বিশেষ দায়রা জজ আদালত,পটুয়াখালী, এজলাশ-২ এর বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই মামলায় দীর্ঘ বিচারীক ব্যবস্থাপনা ও প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে গত ২৪শে জানুয়ারী সােমবার ২০২২ইং জনসম্মুখে অভিযুক্ত ৮জন আসামীকে দোষী সাব্যস্ত্য করে রায় ঘােষনা করেন। এই রায়ে উপস্থিত ৩জন ৪। মােঃ শাকিল,পিং-মুসা মিয়া,৭। রমিজ মিয়া,পিংজালাল মিয়া,৮।মনির হােসেন,পিং-রমজান হােসেনগনকে জনপ্রতি ৭ ব ত্ সর কাড়াদন্ডসহ ৩০হাজার টাকা অর্থ জরিমানা এবং পলাতক ৫জন আসামী ১।মােঃরবিউল,পিং-আব্দুল মান্নান, ২।মােঃ কাউসার, পিং-আজহার আলী,৩। মােঃ মাহবুব,পিং-মােঃআমজাদ,৫।জুলহাস খান,পিং-মৃত আব্দুস সালাম খান, ৬।জুয়েল হালদার,পিং-মৃত মুস্তাক হালদারগনকে জনপ্রতি ১৪বৎসর কাড়াদন্ড ও ৫০হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। মামলার অভিযােগ প্রসঙ্গে উল্লেখ্য-মৃত ভিকটিম জাফর জোমাদার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রতিপক্ষ চাদাবাজ সন্ত্রাসীদের ৫লক্ষ টাকা চাদাঁ না দেওয়াতে তাহাকে সুপরিকল্পীত নিজ দোকানে উক্ত রাতে নির্মমভাবে গলাকেটে হত্যাযজ্ঞ চালায়।এই হত্যার দায়ে ভিকটিমের ছােট ভাই ফিরােজ জোমাদার বাদী হয়ে স্বাক্ষী প্রমানে উক্ত ৮জনকে সন্দেহাতীত দোষী চিহ্নিত করে মামলা দায়ের করলে কয়েকজন আসামী নির্দোষ দাবী করে আদালতে আত্মসমর্পন ও জামিনে অবস্থানরত ছিলেন। প্রতিনিধি নিশ্চিত করে যে-বিচার চলাকালিন করােনা মহামাড়ী পরিস্থিতিতে বিচার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল এবং উক্ত ৩জন আসামী আদালতে উপস্থিত ছিল কিন্তু উক্ত ৫জন অনুপস্থিত আসামীরা পরবর্তিতে রাজনৈতীক প্রেক্ষাপটে রাষ্ট্র পক্ষের একাধিক অভিযােগ/হামলা ও মামলায় জড়িয়ে নিরাপত্তা জনিত কারনে বর্তমানে আত্নগােপেন আছে। বিচারক রায় সংক্রান্ত বাদীর অভিমত জানতে প্রতিনিধি স্বাক্ষাৎ করতে চাইলে তিনি মােবাইলে কোন মন্তব্য না করে জীবনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে আড়ালে অবস্থান করছে।প্রতিনিধি আসামিদের পরিবার ও প্রতিবেশীদের এই রায়ের বিষয় জিজ্ঞাসাবাদ করলে তাহারা অত্যন্ত মর্মাহত দৃষ্টিতে জানায় যে,হত্যার অভিযােগটি সম্পূর্ন রাজনৈতীক ও ব্যক্তিগত ষড়যন্ত্র মুলক আসামীদের উপর চাপিয়ে মিথ্যা স্বাক্ষী প্রমানে সাজা ঘােষীত করেছে।তাহারা আরাে নিশ্চিত দাবী করে যে-বিচার চলাকালিন বাদীর সমর্থকদের ভয়ভীতিকর হুমকি ধামকির কারনে তাহারা আদালতে স্বাক্ষী দিতে পারে নাই,তবে তাহারা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।বর্তমানে আইন সংস্থা পলাতকদের গ্রেফতার করতে আসামি পরিবারের উপর হামলা নির্যাতনসহ সর্বত্র কঠোর তল্লাসি চালিয়ে যাচ্ছে।
Leave a Reply