করোনা মহামারীর জেরে যখন স্কুল-পাঠশালা বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রায় শিকেয় উঠেছে, তখন উত্তর ২৪ পরগনার অশোকনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে চালু হল ‘দিদির পাঠশালা’। এই পাঠশালায় সম্পূর্ণ বিনামূল্যে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হবে। বিভিন্ন বিষয়ের শিক্ষকরা আলাদা-আলাদাভাবে শিক্ষাদান করবেন ছাত্র-ছাত্রীদের।
বর্তমান আর্থিক সংকটের সময় এলাকার প্রাক্তন কাউন্সিলরের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, অশোকনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিলা দে-র নেতৃত্বেই ‘দিদির পাঠশালা’ কর্মসূচি চালু হল। করোনা মহামারী ও কার্যত লকডাউনের জেরে সাধারণ মানুষের আর্থিক সংকট চরমে উঠেছে। সরকারের বিনামূল্যে রেশনের জেরে পেটে অন্ন জুটলেও ছেলেমেয়েদের পড়াশোনা কার্যত শিকেয় উঠেছে। একদিকে টানা স্কুল বন্ধ, তার উপর পরিবারের আর্থিক সংকটের জেরে অধিকাংশ পড়ুয়ারই গৃহশিক্ষক ছাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ওই সমস্ত ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিতেই এলাকার যুব-ছাত্রদের সহযোগিতায় ‘দিদির পাঠশালা’ কর্মসূচি চালু করলেন প্রাক্তন কাউন্সিলার শিলা দে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘লকডাউনের জেরে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন। পেটের খাবার কোনওরকমে জোগাড় হলেও টাকার অভাবে অনেকেই ছেলেমেয়েদের মাস্টার ছাড়িয়ে দিচ্ছেন। ফলে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের পড়াশোনার সুযোগ করে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলেই বিনামূল্যের এই পাঠশালা চালু হল। এখানে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা পড়াবেন।’
ইতিমধ্যে দিদির পাঠশালায় ৫০ জনের বেশি পড়ুয়া এসেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেও আশাবাদী প্রাক্তন কাউন্সিলার। কেবল শিক্ষক-শিক্ষিকা দিয়ে পড়ানোর ব্যবস্থা করা নয়, ছাত্রছাত্রীদের খাতা, পেন, পেন্সিলও দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রাক্তন কাউন্সিলারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার ছাত্র-যুবরাও।
Leave a Reply