রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা. বুলবুল হোসেন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি দাঁতের ডাক্তার ছিলেন। আজ রবিবার ভোরে ছুরিকাঘাতে আহত হলে তাকে আল হেলাল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে মিরপুর জোনের ডেপুটি পুলিশ কমিশনার এ এস এম মাহাতাব উদ্দিন বলেন- অটোরিক্সায় যাওয়ার সময় তিন জন ব্যক্তি পথ অবরোধ করে তাকে ছুরিকাঘাত করে ।ডান পায়ের উরুতে আঘাত করে দুর্বত্তরা পালিয়ে যায়। এটা কি পূর্ব পরিকল্পনা মাফিক হত্যা ছিল নাকি ছিনতায় কালীন হত্যা তা নিয়ে খতিয়ে দেখা হবে বলেন তিনি জানান। ছিনতাইয়ের ঘটনা হলে টাকা মোবাইল ফোন নিয়ে যাওয়ার কথা। আবার বাধাগ্রস্ত হলেও অনেক সময় ছিনতাইকারীরা টাকা পয়সা না নিয়ে পালিয়ে যায় তাই ঘটনাটি ছিনতাইকারী ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে অটোরিক্সা চালক কে জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply