রাজীব হােসেন
গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ইং রাতে গজীপুর জয়দেবপুর থানায় এক মাদকাশক্ত আসামী থানার সেলে অস্বাভাবীক মৃত্যু ঘটে এবং থানায় বন্দি ৪জন আসামী পালিয়ে যায়। এই ঘটনাটি আইন প্রশাসনে চরম চাঞ্চল্যে ও উত্তেজনার সৃষ্টি ঘটায় এবং পুলিশ সাের্সে জানাযায় যে-মৃত আসামী মােঃ ওসমান (৩০),পিং-মােঃ মুক্তার মিয়া মাদক ব্যবসায়ি জারুন প্রাইমারী স্কুল প্রাঙ্গন থেকে ৩জন সঙ্গি ও মাদকসহ উক্ত সন্ধায় পুলিশ গ্রেফতার এবং জিজ্ঞাসা বাদের পর মামলা রুজু করে সেলে বন্দি করেন। রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় সেলে আরাে ২৫/২৬জন বন্দির চিৎকারে কর্তব্যরত পুলিশ সেলের ভিতর জ্ঞানহীন অবস্থায় ওসমানকে পড়ে থাকতে দেখে আসামীদের জিজ্ঞাসাদ বাদে জানতে পারে যে-ওসমান২/৩বার বােমীর পর জ্ঞান হাড়ায়ে লুটিয়ে পরে। এমতাবস্থায় কর্তব্যরত ২জন কন্সটেবল বন্দিদের সহযােগীতায় ওসমানকে সেল থেকে বাহির করার সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রান্ট ঘটলে সেই সুযােগে ৪জন আসামী অন্ধকারে দ্রুত পালিয়ে যায়।পলাতক আসামীদের মধ্যে মাদক মামলায় মৃত ফারুকের সহযােগী ১। ইলিয়াস উদ্দিন (২৫),পিং-তাজ উদ্দিন, ২ মােঃ সাগর মিয়া(২৮),পিং-আতাহার মিয়া,৩।আশরাফ উদ্দিন (৩০),পিং- আলো মিয়া এবং সন্ত্রাসী ও অস্ত্র মামলায় ৪। মােঃনাজমুল(২৮),পিং-মােঃ আলমগন । এই ঘটনা প্রসঙ্গে জানাযায় যে-ওসমানকে পুলিশ ভ্যানে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে আনায়ন করলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘােষনা করেন এবং থানা পুলিশ পরদিন মৃতদেহ বিনা ময়না তদন্তে অভিভাবকের কাছে হস্থান্তরসহ পুলিশের উপস্থিতিতে দ্রুত দাফন কাফন সম্পাদন করান। অতপর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ওসমানের পরিবারে চরম সন্দেহের সৃষ্টি ঘটালে মৃত মা হামিদা খাতুন এই মৃত্যুর রহস্য জানার জন্য থানায় অভিযােগ জানালে পুলিশ অভিযােগটি গ্রহন না করে উল্টা সন্দেহ জনক তথ্য ও ভয়ভীতি দেখিয়ে থানা থেকে বিদায় করে।যাহার ফলে মৃত্যুর ঘটনাটি এলাকাবাসির মধ্যে চরম সন্দেহজনক ও উত্তেজনার সৃষ্টি ঘটায় এবং ওসমানের পরিবার ও আত্নিয় স্বজনের ধারনা যে পুলিশি নির্যাতনে ওসমানের মৃত্য ঘটেছে বিধায় বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।অতএব শােকাহত হামিদা খাতুন সেই বিকালে ডি.সি সাহেবকে সাক্ষা্তে ঘটনাটি জানালে উচ্চ মহলে বিষয়টি জানাজানি হয় এবং অবশেষে গত ৩/১২/১৯ইং জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। প্রতিনিধি এই অস্বাভাবিক মৃত্যু ও চাঞ্চল্যকর আসামীদের পালানাের বিষয় থানা ওসি কে জিজ্ঞাসাবাদে জানতে চাইলে তিনি অত্যন্ত বিচক্ষনতার সাথে এড়িয়ে যান এবং অভিযােটি পি.বি.আইর নিয়ন্ত্রনাধীন তদন্ত চলমান আছে বিধায় এ বিষয় কোন অগ্রিম মন্তব্য বা সমালােচনা করতে রাজী নয়।
Leave a Reply