আজ এই সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পত্রিকাটি, রাজধানীর কাকরাইলে পত্রিকাটির কার্যালয়ে সারাদেশ থেকে আসা শতাধিক প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দৈনিক আমাদের মাতৃভূমির সম্পাদক মেছমাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু। তিনি বলেন,দেশের ভাবমূর্তি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে সংবাদ পত্র। দৈনিক আমাদের মাতৃভূমির মাধ্যমে দেশের ইতিবাচক দিকগুলি আনাচে-কানাচে পৌছে যাক সেই প্রত্যাশা করি। বাংলাদেশ শ্রমজীবী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সম্পাদক এনায়েত হোসেন, বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, ক্রাইম চীফ মাহমুদুল হাসান জসিম, সহকারী ক্রাইম চীফ মাহমাদুল হাসান, মো,আনোয়ার হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম খান, মর্নিং নিউজ বিডি ডট কম এর প্রকাশক ও সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৈনিক মাতৃভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক মো,নুরুল ইসলাম খোকন। শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply