রাষ্ট্রের চারটি স্তম্বের একটি স্তম্ভ হলো সাংবাদিক। তাদের কে দেশের মানুষ সম্মান করে অন্যায়ের বিরুদ্ধে লেখার কারনে। কিন্তু কিছু অশিক্ষিত না জানা সাংবাদিকরা এই মহান পেশাটির মান নষ্ট করে দিচ্ছে।আর তার মধ্যে এক ভয়ংকর সাংবাদিক মাসুদ জিয়া। তিনি মিরপুরে বসবাস করেন।
মাসুদ জিয়া যিনি নিজে কে একজন প্রথম সারির সাংবাদিক বলে বেড়ান অথচ আমাদের দেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা লিখতেও তার হাত কাপাকাপি শুরু হয়। একটা ইউটিউব চ্যানেল ও কয়েক টি পত্রিকার মালিক ও নাকি তিনি কিন্তু তার ডিগ্রীধারী কোনো সনদপত্র ও নেই। তাহলে কথা হলো নিউজ লিখেন কিভাবে? তাকে পল্লবীর সাংবাদিক ও বলা হয়। কারন মিরপুর পল্লবী ছাড়া কোথাও তার দাপট নেই,আচার আচরন একজন সন্ত্রাসীর মত হলেও নিজেকে তিনি অনেক বড় মাপের সাংবাদিক বলে বেড়ান। এলাকায় কিছু হলেই সেখানে সে হাজির হয়ে যাই এবং তা থেকে ঝামেলা পাকিয়ে নিউজ করার ভয়ভীতি দেখায়। আর টাকা না দিলেই হয় ইউটিউব চ্যানেল মুস্কান টিভিতে নিউজ। এই ধান্দাবাজ, প্রতারক, চাঁদবাজ সাংবাদিকের হাত থেকে রেহায় পেতে চান এলাকায় জনসাধারণ।
পল্লবী বাউনিয়াবাদের এক ব্যাবসায়ী আমির হোসেন মোল্লাহ জানান,সে আমার কাছে প্রায়ই আসতো আর পরিবারের অভাব অনটনের কথা বলে টাকা নিয়ে যেতো, আর প্রতি ঈদে তাকে আমি আমার স্বাধ্যমত কাপড় কিনে দিতাম। কিন্তু গত রমজানে সে আমার কাছে আসে আর ১০ হাজার টাকা চাই আর আমি টাকা না দেয়াতেই এখন আমার নামে মিথ্যা নিউজ করছে। শুধু তাই নই সে এখন এলাকার চাঁদবাজ সাংবাদিক বলেও পরিচিত। প্রকাশ্যে মানুষ কে হুমকি দেয়, পুলিশ নাকি তার পকেটে থাকে,সব নেতারা ও নাকি তার কাছে ধরা আছে এই বলে সবার সামনে নিজেকে বড় মাপের একজন সাংবাদিক বলে উপস্থাপন করেন। আরেক ভুক্তভোগী জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হলে তার কাছ থেকে টাকা নিয়ে সমস্যা সমাধান করে দিবে বলেও টাকা নেন কিন্তু কোনো কাজ করে দেন নি এই মাসুদ জিয়া। বললে আরো মামলা দেয়ার হুমকি দেয় এই কথিত সাংবাদিক মাসুদ জিয়া। এলাকাবাসীর দাবী এই কথিত সাংবাদিক মাসুদ জিয়া কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
Leave a Reply