আমাদের সংবাদ প্রতিনিধি-
টাঙ্গাইল মধুপুর উপজেলা ৬নং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদে আসন্য ২৮শে নভেম্বর ২০২১ইং চেয়ারম্যান নিবার্চন কেন্দ্রকরে বিএনপি ও সরকারী দলীয় প্রার্থির সাদিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় সংর্ঘষ সংঘঠিত হয়।
উল্লেখ্য গত ২০/০৬/২০২১ইং সন্ধায় মির্জাবাড়ী ইউনিয়ন বাজারে উভয় দলের নির্বাচনী প্রচারনা চলকালিন সরকারী দলীয় প্রার্থীর সমর্থকরা বিভিন্ন অস্ত্র স্বস্ত্র ও হাতিয়ার নিয়ে প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর মোঃ মোজাফ্ফর হোসেনের সমর্থকদের ধাওয়া ও হামলা চালালে তৎক্ষনিক উভয়ের মধ্যে ভয়াবহ সংর্ঘষ ও দাঙ্গা সৃষ্টি হয়। একপর্যায় দূর্বৃত্তরা মোঃ মোজাফ্ফর ও তাহার সমর্থকদের ধারালো হাতিয়ার দ্বারা নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ফলে স্থানীয় জনগন তাহাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে কিন্তু মোজাফফর হোসেনের স্বাস্থ্যর চরম অবনতী ঘটলে সেইরাতে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দু:খজনক-মস্তিষ্কে অনিয়ন্ত্রীত রক্তক্ষরনের ফলে তিনি চিকিৎসারত ২২শে জুন ২০২১ইং সন্ধায় মৃত্যু হয়। এই নির্মম মৃত্যুর ঘটনাটি তাহার পরিবার ও এলাকাবাসীকে অত্যন্ত শোকাহত ও এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি ঘটায়। পক্ষান্তরে স্থানীয় বিএনপি সমর্থক ও বিভিন্ন শ্রেনীর লোকজন গতকাল রবিবার ২৭শে জুন ২০২১ইং সকালে এই নির্মম হত্যার বিরুদ্ধে কঠোর আইনি প্রতিকার দাবি জানিয়ে মধুপুর উপজেলা পরিষদে মিছিল মিটিং মানববন্ধন চালানোর সময় প্রতিপক্ষ সরকার সমর্থীত চেয়ারম্যান প্রার্থীর সাদেকুল ইসলামের সন্ত্রাস বাহিনী ও পুলিশ ফোর্স তাহাদের উপর হামলা চালায়। ফলে উভয়ের মধ্যে ভয়াবহ সংর্ঘষ ও দাঙ্গায় ২জন পুলিশ কন্সটেবলসহ ১২/১৩জন গুরুতর হতাহত হয়। প্রতিনিধি থানায় অনুসন্ধানে জানতে পারেন যে-আইন সংস্থা ঘটনা স্থল থেকে ১১জনকে গ্রেফতার ও তাহাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে। থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন যে, এই মামলায় গ্রেফতারকৃত ১১জনের মধ্যে মুখ্য আসামী ভিকটিম মোঃ মোজাফ্ফর হোসেনের পূত্র ১। মোঃ সালাউদ্দিন (৩৭) কৃষকদল নেতা, ২। ইলিয়াস হোসেন (৩৪), পিং- মুক্তার মিয়া, কৃষকদল নেতা, ৩। ইকবাল কাসিম (২৪), ছাত্রদল নেতা, ৪। মোঃসাবের হোসেন (২৮), পিং-হাজী গোলাম হোসেন, যুবদলনেতা, ৫। মমিনুল ইসলাম রাজু (৪২), পিং-মৃত হাসেম উদ্দিন, শ্রমীকদল নেতা, ৬।আশেক আহমেদ (৩৩), পিং-মোবারক মিয়া, কৃষকদল সদস্য, ৭। মানিক শাহা (৩৫), পিং-নন্দন শাহা, কৃষকদল নেতা, ৮। ফয়সাল মাহমুদ (৩৭), পিং-ডাঃ মোঃ সাফায়েত, যুবদল নেতা, ৯। তারেক রাসুল (২৩), পিং-হুমায়ুন রাসুল, ছাত্রদল সদস্য, ১০। রিফাত মল্লিক (৩৫), পিং-আঃমতিন মল্লিক, কৃষকদল নেতা, ১১। মোঃ জামাল (৪৪), পিং-মৃত আকবর মুন্সি, বিএনপি নেতা গং সকলে মধুপুর থানা নিয়ন্ত্রনাধীন স্থায়ী বাসিন্দা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন এই বেআইনি মিছিল মিটিং ও দাঙ্গা ফসাদে যোগদানকারী পলাতক অজ্ঞাত আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ ফোর্স স্বক্রিয় তৎপড়তা চালিয়ে যাচ্ছে এবং আইন সংস্থ্য সুক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের সকল ব্যবস্থা চালিয়ে যাবেন। কিন্তু সংবাদ প্রতিনিধি ভিকটিম মো: মোজাফফরের হত্যার বিষয় আইনি ব্যবস্থা গ্রহনের জন্য জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বিষয়টি তাহার পরিবারকে আদালতের মাধ্যমে প্রতিকারের অনুরোধ জানায়।
Leave a Reply