আমাদের প্রতিনিধি ঢাকা ডেমরা হইতে প্রেরিত সংবাদ-
গতকাল ৬ই জানুয়ারী ২০২২ইং ভোর রাতে ডেমরা কায়েতপাড়া বাসিন্দা শ্রী রনজীত চন্দ্র বাড়ৈয়ের গৃহে দূর্বৃত্তদের আক্রমন ও বর্বর নির্যাতনে নিরিহ কন্যা পলি বাড়ৈ(২৭) ঘটনা স্থলে মৃত্যু ঘটে। এই নির্মম হত্যার প্রসঙ্গে ভিকটিম পরিবার ও প্রত্যক্ষদর্শী প্রতিবেশী হামিদা খাতুনের মাধ্যমে জানাযায় যে-রনজীতের পুত্র শ্যামল বাড়ৈয়ের সাথে তাহার ব্যবসা পার্টনার নেছার উদ্দিনের ব্যবসায়িক দন্দের কারনে উক্ত ভোরে সন্ত্রাসীদের দ্বারা শ্যামলকে হত্যা চেষ্টা চালায়। কিন্তু শ্যামল যদিও পালিয়ে জীবন বাচাতে সক্ষম হয় কিন্তু ছোট বোন পলি বাড়ৈ ছোট ভাই শুভ্রত বাড়ৈকে বাচাতে গিয়ে অবশেষে নিজের জীবন দিতে হয়েছে। প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় যে-শ্যামল সরকার বাড়ৈ একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ি নেছার উদ্দিনের সাথে ব্যবসায় জড়িয়ে প্রতিনিয়ত বিভিন্ন গুরুতর সমস্যার সম্মুখিন হতে থাকে। এমনকি নেছার উদ্দিন প্রতারনার মাধ্যমে তাহার প্রতিষ্ঠানের ৫০%মালিকানা জোর দবস্থ্য লিখে নিয়েও ক্ষান্ত হয়নি বড়ঞ্চ অতিরিক্ত আরো কিছু অনৈতীক জোরদখলের চেষ্টায় লিপ্তহয়ে উক্ত ভোরে হত্যার উদ্দেশ্যে গৃহে হামলা চালায়। বাড়ীর লোকজন হামলা কারিদের বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালায় এমনকি ছোট ভাই শুভ্রত বাড়ৈকে অপহরনের চেষ্টা করলে পলি বাড়ৈ ভাইকে বাচাতে গেলে সন্ত্রাসীরা লোহার রড় দিয়ে নির্মম মাথায় আঘাৎ করলে ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মৃত্যুবরন করেন। এই নির্মম হত্যাকান্ডের বিষয় ডেমরা থানায় যোগাযোগে জানাযায় যে-পুলিশ পরিদর্শক লাশের সুরতেহাল রিপোর্ট ও থানার খতিয়ানে অপমৃত্যুর এফ,আই, আর লিপিবদ্ধর বিষয় নিশ্চিত করেন তবে সন্দেহাতীত এখনো কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই।
Leave a Reply