ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর গ্রাহকগনের সহিত ডেসকোর উর্দ্ধতন কর্তৃপক্ষের যোগাযোগের জন্য মিরপুর ১২ সিটি ক্লাব এ আজ বুধবার বিকাল ৩ টায় এক গনশুনানী এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভার উপস্থিত ছিলেন গনশুনানী এবং মতবিনিময় সভার প্রধান অতিথি ,বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছাঃ মাকছুদা খাতুন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ)মোঃশাহিদ সারওয়ার মত বিনিময় সভায় সভাপতিত্ত করেন। মতবিনিময় ও গন শুনানিতে বিদ্যুৎ বিভাগ এবং এর আওতাধীন সংস্থাসমুহের ঊর্ধধতন কর্মকর্তা বৃন্দ,ডেসকোর সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,মিরপুর,পল্লবী,আগারগাও,বনানী,উত্তরা এলাকার জনপ্রতিনিধী,গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উক্ত সভায়, প্রধান অতিথি তার বক্তবে উল্লেখ করে বলেন-ডেসকোর সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তিনি এই সেবার মান উন্নত বিশশের পর্যায়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ত আরোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) মোঃশাহিদ সারওয়ার বলেন,ডেসকো তার সম্মানিত গ্রাহক বৃন্দকে নিরবিচ্ছিন্ন ও মান সম্মত বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে।
thanks