1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার, সংঘর্ষে আহত ১ শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? আইন কী বলে জুডিশিয়াল ক্যু’র মাধ্যমে ড. ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা যেত কী: আইন ও বাস্তবতার বয়ান প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টাররুলে কর্মরত কর্মচারীদের স্থায়িত্বকরণে মানববন্ধন মৌলভীবাজার রাজনগর উপজেলায় বিএনপি নেতার বাড়ীতে যৌথবাহিনী হামলা ও মামলা বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ করবেন, আইন কী বলে মুন্সিগঞ্জ টুংগিবাড়ী উপজেলায় বিএনপি নেতা দোলন ও কুমারী মুসরাত গুমের চাঞ্চল্যকর ঘটনা ফেনী সদর উপজেলা মধুপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা ও ডাকাতি

দাউদকান্দি কুমিল্লায় জাসদ (রব) ২জন কর্মিকে হত্যার চাঞ্চল্য ঘটনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৭ বার
প্রতিকী ছবি

রাজীব হোসেন কুমিল্লা (দাউদকান্দি)

দাউদকান্দি পৌরসভা বাজারে দূর্বৃত্তদের চাদাঁবাজি কেন্দ্রীক জাসদ সদস্য ও ব্যবসায়ী মোঃ কাসেমকে গত ৪ই জানুয়ারী ২০২১ইং সন্ধায় জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে জাসদ (রব) সহ বিরোধীদলীয় সমর্থকরা গত ৭ই জানুয়ারী ২০২১ ইং বিকালে দাউদকান্দি সরকারী পাইলট স্কুল প্রাঙ্গনে ক্ষমতাশীন দলীয় চাদাবাজ সন্ত্রাসী ও আইন সংস্থার বিরুদ্ধে কঠোর সমালোচনা প্রতিবাদী সভা মৌন মিছিলের আয়োজন করেন।

এইসভা শেষে প্রতিবাদীরা নিজনিজ গৃহে ফেরার পথে দূর্বৃত্তরা প্রতিশোধ পড়ায়ন হয়ে জাসদের ৪জন নেতাকর্মির উপর ধারালো হাতিয়ার দ্বারা বর্বরচীত হামলা চালিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।এই হামলায় ভিকটিম ১।মোঃ ফাইম হোসেন(২১),পিং-মোঃশাহআলম, ২। মোঃসিহাব আলম (২৮), পিং-বদ্রুলহক,৩।সমীর দাস (৩৩)পিং-অমিত দাস, ৪। তাপশ হাসান (২৪),পিং-মোতালেব হাসান গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিকরা হয়।

কিন্তু মাথায় গুরুতর আঘাৎ ও রক্ত ক্ষরনের কারনে মোঃ ফাইমকে সেই রাতে কুমিল্লা মেডিক্যালে ভর্তিকরা হলে চিকিৎসারত গতকাল বুধবার ১৩ইং জানুয়ারী ২০২১ইং ভোরে মৃত্যু বরন করে। এই বর্বরচীত হামলা ও নির্মম হত্যার কারনে ভিকটিমরা দাউদকান্দি থানায় ১০জনকে অপরাধী চিহ্নিত করে ১। মোবারক হোসেন (৩৭),পিং-হাজীকামাল, ২।রোকন উদ্দিন(২৭), পিং-মোঃসাইদ, ৩।বাবুল আহমেদ(৩২),পিং-ওসমান আহমেদ ৪।শেখ ইমরান (২৪), পিং-শেখ আজাদ, ৫ আফতাব উদ্দিন (৩৯),পিং-সালাউদ্দিন, ৬। ইব্রাহিম মাসুদ (৩৪), পিং- আব্দুল মতিন,৭।মোঃইসমাইল (৪০),পিং-হাবিব মিয়া, ৮। মিজানুর রহমান মিজু (৩৫),পিং-হায়দার আলী, ৯।মোঃশরফুদ্দিন(৩২),পিং-মোঃমুসলিমউদ্দিন,১০।রাজিব চৌধুরী(৩২),পিং-মমিন চৌধুরীগনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা দায়ের করেন।

কিন্তু প্রতিনিধি থানায় যোগাযোগের মাধ্যমে জানতে পারেন যে-আইন সংস্থা যথাযথ আইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।থানার ও/সি সংবাদ প্রতিনিধি ও ভিকটিম পরিবারদের নিশ্চিত করেন যে-অপরাধী যেই দলের হোকনা কেন আইনের অধিনে তাহাদের কোন ছাড় বা রেহাই দেওয়া হবে না। বর্তমানে মামলাটির অভিযোগ আই/ওর তদন্তনাধীন চলমান আছে এবং ভিকটিম পরিবারে সাথে যোগাযোগে জানতে পারেন যে- ৩জন গুরুতর আহতরা এখনো সুস্থ্যতা লাভ করেন নাই এবং তাহারা চিকিৎসাধীন আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com