অল্পনা রানী সাতক্ষীরার একজন কৃষক। স্থানীয় বিভিন্ন শাক সব্জির বীজ সংরক্ষণ করছেন তিনি।মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। কিন্তু এখন তিনি হাজার হাজার কৃষককে শেখাচ্ছেন কীভাবে বীজ সংরক্ষণ করতে হয়। তার সংগ্রহে আছে তিনশোরও বেশি বীজ।
ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বাংলার ধারাবাহিক -এর এই গল্পটি সাতক্ষীরার বীজ সংরক্ষক আল্পনা রানীর। তিনি বলেন, ছোট কাল থেকেই আমার কাছে এই বিজ সংরক্ষন করে রাখতে ভালো লাগতো। এই বীজ গুলা আস্তে আস্তে বিদেশে চলে যাচ্ছে এবং মানুষ বিদেশি বীজের উপড় নির্ভরশীল হয়ে যাচ্ছে। কিভাবে বীজ সংরক্ষন করতে হবে, কিভাবে, শুকাবে, কিভাবে তা বপন করবে তা শিখাচ্ছে অল্পনা রানি। তিনি আরো বলেন দেশি বীজের একটি ভান্ডার খুলতে চায় তিনি।
Leave a Reply