এই মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরেছে অনেক মানুষ তার মধ্যে মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছে বিপাকে। তারা না পারে হাত পাততে না পারে কষ্টের কথা কাউকে বলতে। তাই একটি ফেইজ বুক গ্রুপের এডমিন নাম প্রকাশের অনিচ্ছুক তিনি তার গ্রুপের ৯৬৯৮ বন্ধুদের সহযোগিতায় এই করোনা প্রাদুর্বিত লোকদের পাশে দাড়িয়েছেন এই বন্ধু মহল।তারা ভাসমান মানুষের মধ্যে ১৭৫ প্যাকেট খাবার,মধ্যেবিত্ত আত্মীয় স্বজনদের মাঝে ২ মাসের খাবার,নিম্ন আয়ের ৩০টি পরিবারকে ১ মাসের খাবার,ও এতিমদের মাঝে খাবার বিতরন করেন। আবার আজ ৫ কেজি চাল,১ কেজি ডাল,১কেজি তেল,১কেজি লবণ,১কেজি সেমায়,১কেজি চিনি,১ টি সাবান ও মাক্স মধ্যবিত্ত পরিবার গুলোর প্রায় ২০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী উপহার দেন।
তাদের পাশে সহযোগিতায় দাড়িয়েছিলেন গাইবান্ধার জেলার এমপি শামীম হায়দার পাটোয়ারী ।অবসরের কিছু কথার এডমিন বলেন, আমার গ্রুপের সকল বন্ধুদের উদ্ধোগ আর সহযোগিতায় সকলের মাঝে এই খাদ্য সামগ্রী উপহার দেয়ার সম্ভব হয়েছে। গ্রুপটির এডমিন বলেন, সকলের একটু সহযোগিতার ফলে কিছুটা হলেও একটি পরিবার সস্তি পাবে আমাদের এই ঈদ উপহারে। তাই আমাদের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply