আমাদের সংবাদ প্রতিনিধিঃ-
ফেনী জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ,এজলাশ নং-২ এর বিজ্ঞ বিচারক জনাব হারুনার রশিদ সাহেব গত ২০শে অক্টোবর ২০২১ইং ফেনী সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন ছোট ধলীয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ধানকাটা কেন্দ্রীক চাঞ্চল্যকর শ্রমীক বেলাল হত্যা মামলার বিচারীক রায় ঘোষীত করেন। উক্ত গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ৩ পূত্রকে হত্যা মামলায় অভিযুক্ত মানিয়া বিজ্ঞ আদালত আসামীদের অনুপস্থিতিতে এই বিচারীক রায় ঘোষনা করেন,যাহার মধ্যে মূখ্য পলাতক আসামী ১।মোঃ ইকবাল হোসেনকে যাবজীবন কাড়াদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা অথবা ৬মাসের সাজায় ঘোষীত করেন এবং সহধর ২ভাই ২।মোঃ আসিফ হোসেন,৩।মোঃফরহাদ হোসেনের বিরুদ্ধে উপযুক্ত অপরাধ প্রমানিত না হওয়াতে ২জনকে খালাস দেওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য যে, উক্ত গ্রামে মরহুম ইউনুস মিয়ার ২টি সংসারে ৪পূত্রের মধ্যে পৈতৃক সম্পত্তি বন্টন সংক্রান্ত্র দীর্ঘদিনের ক্রন্দল চলমান ছিল যাহারপর জমির মালিকানা ও ফসল কাটা নিয়ে সৎ ২ভাই আবুল কালাম ও আবুল হোসেনের মধ্যে গত ২৯/০৯/১৮ইং দুপুরে ভয়াবহ ক্রন্দল ও দাঙ্গাফসাদ চলাকালিন আবুল হোসেনের বড়পূত্র প্রকৌশলী মোঃ কামাল হোসেন সহধর ২ ভাই এর সহায়তা ধানকাটা শ্রমিক বেলালকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে। অতপর এই হত্যাকান্ডরপর থেকে ৩ভাই দীর্ঘদিন পলাতক থাকায় তদন্ত কর্মকর্তা তাহাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং আইন সংস্থা আসামীদের আটক করতে অপারগতার কারনে বিজ্ঞ বিচারীক আদালত মামলার সার্বিক পরিস্থিতি সুক্ষ বিবেচনায় আসামীদের অনুপস্থিতিতে বিচারকার্য সমাপন করেন। প্রতিনিধি আসামী পরিবার ও এলাকাবাসীর সাথে যোগাযোগে জানতে পারেন যে-এই হত্যাকান্ডটি সম্পূর্ন দূর্ঘটনা জনক এবং বাদী চক্রান্ত মুলক তাহাদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন হয়ে দায়ের করেছে। বর্তমানে আইন সংস্থা পলাতক মূখ্য আসামীকে গ্রেফতার করতে প্রতিনিয়ত নিরিহ আত্নিয় সজনদের উপর হামলা অব্যহত রেখেছে এবং খালাস প্রাপ্ত ২ভাই প্রতিপক্ষ বাদীর হুমকি নির্যাতন ও সামাজীক নিরাপত্তার অভাবে এখনো এলাকায় প্রবেশ করতে পারছে না।
Leave a Reply