আমাদের পটুয়াখালীর সংবাদ দাতা:
বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়নে আসন্ন চেয়ারম্যান নির্বাচন কেন্দ্রীক সরকার সমর্থীতি চেয়াম্যান প্রার্থী মোঃ ইব্রাহিম ফারুক এবং স্বতন্ত্র প্রার্থীর মোঃ মহসীন সরদারের মধ্যে গত ৮ই জুলাই ২০২২ইং বিকালে ভয়াবহ রক্ত ক্ষয়ী মারামারি ও দাঙ্গাফসাদ সংঘঠিত হলে ঘটনা স্থলে গুরুতর আহত মোঃ আমির হোসেন মৃধা আনুমানিক ৭৩বয়সী প্রবিন ব্যক্তি চিকিৎসরাত গত ভোরে মৃত্যু বরন করেন। ফলে তাহার পূত্র স্বয়ং গুরুতর আহত যুবক মোঃসোহেল মৃধা বাদী হয়ে সেই সকাল ৯ই জুলাই ২০২২ইং বাউফল থানায় আনুমানিক ৩০ জনকে প্রাথমিক ভাবে আসামী চিহ্নিত করে মামলা দায়ের করেন। এই নির্মম হত্যাকান্ডের বিষয় প্রত্যক্ষদর্শী স্বাক্ষি ও গুরুতর আহতদের সাথে যোগাযোগে জানাযায় যে-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন প্রতীক প্রাপ্তির আনন্দ ও প্রচারনা চালানোর সময় আওয়ামী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় সামনে আনন্দ মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী সমর্থকরা তাহাদের বাধা দিলে উভয়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায় উভয়ের পক্ষের নেতাকর্মী সমর্থকরা বিভিন্ন রকম দেশীয় অস্ত্র ও ধারালো হাতিয়ার নিয়ে একে-অপরকে হামলা চালায় এবং উভয় পক্ষের আনুমানিক ১২/১৪জন গুরুতর আহত হয়।কিন্তু প্রতিপক্ষ সরকার সমর্থীতি নেতা মোঃ ইব্রাহিম ফারুকের প্রভাবে মৃত ব্যক্তিকে নিজেদের সমর্থক দাবী করেন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী সমর্থকদের আসামীকরে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। প্রতিনিধি আসামীদের পরিচয় বিষয় জানতে চাইলে থানার ডিউটি অফিসার এজাহারে বর্নিত মোট ৩০জন আসামীর নাম পরিচয় উল্লেখ করেন এবং তাহাদের মধ্যে গ্রেফতারকৃত ৮জন আসামীকে অদ্য সকালে আদালতে উপস্থিত ও জিজ্ঞাসা বাদের জন্য ৫দিনের থানার রিমান্ডে বর্তমানে আটক করা হয়েছে। যাহাদের মধ্যে ১।আহমদ হাবিব মিন্টু (৪৫), পিং-মৃত রওশন আলী সরদার, ২। মোঃ সোহাগ (৩২), পিং- আব্দুল রব মৃধা, ৩। মোঃ সাইদুর রহমান (৩০), পিং-মৃত বাবুল সরদার, ৪। মোঃ চান মিয়া(৪০), পিং-মোঃ আবুল হোসেন আকন, ৫ ।মোঃ স্বপন মৃধা (২৯), পিং-মোঃসিদ্দিক মৃধা, ৬।মোঃ হাসান (২৮), পিং-মজিবুর রহমান, ৭। মোঃ কবির হোসেন ফরাজী (৩৫), পিং-মৃত আজহার ফরাজী, ৮। মোঃ রাসেল (৩৫), পিং-মোঃ হেলাল আকন, ৯। মোঃ বাবুল (২৭), পিং-মোঃ দেলোয়াররাড়ী, ১০।মোঃমজিবর (৫০), পিং-মৃত জয়নাল হাওলাদার, ১১। মোঃইদ্রিস খান (৫৮) পিং-মৃত আঃরশিদ খান ১২। মোঃরেজাউল (৩৫),১৩। মোঃ রানা(২৫) উভয়ের পিং-মৃত ফজলুল হক রাড়ী, ১৪।মোঃ ইকবাল হোসেন হাওলাদার (২৮), পিং-নাসির উদ্দিন হাওলাদার, ১৫। মোঃজাকির হোসেন (৫৭), পিং-মৃত মজিবুল হক হাওলাদার, ১৬। মোঃনাসির উদ্দিন হাওলাদার (৬৫), পিং-মৃত মোঃ আলী আকবর হাওলাদার, ১৭। মোঃ শামিম (৩৫), পিং-মোঃ সিদ্দিক মৃধ্য, ১৮।মোঃ রাসেল মৃধা (৩৫), পিং-বাশার মৃষ্য ১৯।মোঃমিরাজ মৃধা (৩৭), পিং-মোঃফোরকান মৃধা, ২০ । মিজান (৩০), পিং-শাহবাজ মৃধা, ২১।মোঃসুমন হাওলাদার (২৮), পিং-জাকির মাওলানা, ২২। বশির ফরাজী (৩২) পিং-মৃত। আজহার ফরাজী, ২৩। শাহবাজ মৃধা (৫২), পিং-মৃত আয়নাল মৃধা, ২৪।মোঃতানভির (২০), ) পিং-আহসান হাবিব মিন্টু, ২৫। মোঃনুর মল্লিক(৩৫), পিং-আঃ রশিদ মল্লিক, ২৬। মোঃ মঞ্জু (৩৬), পিং-মৃত সুলতান আকন, ২৭। মোঃ সুমন মাঝি (২৮), পিং-সুবল মাঝি, ২৮।মোঃ এনামুল হক মৃধা (৩৬), পিং-মৃত বারেক মৃধা, ২৯। মোঃ সফিক মৃধা (৪৫), পিং-আয়মান্নান মৃধা, ৩০। মোঃমোজাম্মেল (৫৫), পিং- আব্দুল সোবহান, সাং-সর্বসাকুল্য রামনগর তাতের কাঠি, সর্বথানা-বাউফল নিয়ন্ত্রনাধীন স্থায়ীবাসিন্দা। এই অভিযোগের বিষয় এলাকার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করলে অনেকে বলেন যে-ক্ষমতাশীন দলীয় নেতাকর্মিদের প্রভাবেই আইন প্রশাসন নিয়োন্ত্রীত বিধায় নিরপেক্ষ ভাবে ন্যায়ের পক্ষে অভিমত প্রকাশ করলে পরবর্তিতে আমাদের উপর এই হত্যার অভিযোগ প্রতিফলিত হতে পারে। যাহার কারনে আমরা কিছু দেখেছি বা বুঝেছি এই বিষয় কোন মতামত দিতে মোটেও নিরাপদ মনে করছি না। থানার কর্মরত ইনচার্জকে এই বিষয় জিজ্ঞাসা করলে তিনি দৃঢ়তার সাথে নিশ্চিত করেন যে-অপরাধী যেই হোকনা কেন সুষ্ঠু ও ন্যায় তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় গ্রেফতার ও শাস্তি প্রদান করা হবে।
Leave a Reply