আমাদের সংবাদ প্রতিনিধি-
মুন্সিগঞ্জ টংগীবাড়ী বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও প্রাক্তন ওয়ার্ড মেম্বার বালিগাঁও ইউনিয়ন পরিষদ সাব্বির বেপারী দোলন (৪৫) গত ১৩/০৩/২০২২ইং থেকে নিরুদ্ধেস ও উধাও হওয়ার চাঞ্চল্যকর সংবাদ জানা যায়। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিনিধি তাহার পরিবারের সাথে যোগাযোগ নিশ্চিত হয় যে-উক্ত তারিখ সকালে তিনি মুন্সিগঞ্জ সদরে ব্যক্তিগত কাজে বাহির হয় কিন্তু সেইদিন থেকে তিনি এখনো বাড়ী ফেরে নাই এবং সেই দিন সন্ধারপর থেকে তাহার মোবাইল সম্পূর্ন বন্ধ পাওয়া যাচ্ছে।বিধায় পরিবার সদস্যরা তাহার সন্ধান জানার জন্য সর্বত্র যোগাযোগ ও তল্লাশি অব্যহত রেখেছে এবং পরদিন সকালে টংগীবাড়ী থানায় তাহার স্ত্রী সাধারন ডায়েড়ী লিপিবদ্ধ করেন।প্রতিনিধি এই নিরুদ্দেশ বা গুমের বিষয় থানায় যোগাযোগে জানতে চাইলে ডিউটি অফিসার ঘটনাটি সন্দেহাতীত প্রাথমিকভাবে রাজনৈতীক অভিসন্ধী হিসাবে ব্যক্ত করেন যে-সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং তিনি বিএনপির নেতা হিসাবে প্রতিপক্ষ সরকারী দলের ভাবমূর্তি নষ্ট করতে নিজে কোথাও আত্মগোপন থেকে নাটকিওভাবে বিষয়টি আইন সংস্থার দ্বারা অপহরন বা গুমের অভিযোগ সাজিয়ে অপপ্রচারনা চালাচ্ছে।পরবর্তীতে থানার সেকেন্ড অফিসার দাবী করে যে-পুলিশি অনুসন্ধানে প্রতিয়মান হয় যে- বিএনপি নেতা দোলন উক্ত সন্ধায় গার্ল ফ্রেন্ডকে নিয়ে মটোর বাইকে মুন্সিগঞ্জ সদর থেকে অন্যত্র ভ্রমনে যেতে দেখা যায় এবং এরপর থেকে তাহার কোন হদিস বা সংবাদ এখনো কেও জানেন না। অফিসার থানার নথি যাচাইয়ের মাধ্যমে আরো নিশ্চিত ব্যাখ্যা করে-বালিগাও ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের কুমারী কন্যা মোছরাত জাহান এ্যানি (৩৫) ব্যক্তিগত কাজে উক্ত দিন সকালে মুন্সিগঞ্জ সদরে যায়। সন্ধারপর থেকে তাহার মোবাইল বন্ধ আছে এবং এখনো সে বাড়ী ফেরে নাই বিধায় তাহার ভাই দীর্ঘ ৩দিন অনুসন্ধানের পর গতকাল ১৬/০৩/২২ইং থানায় সাধারন ডায়েড়ী রেকর্ডভুক্ত করেন। যাহারফলে থানা পুলিশ অত্যন্ত গুরুত্বসহ দাবী করছে যে-একই দিন একই এলাকার ২জনের নিরুদ্দেশের ঘটনাটি অত্যন্ত কাকতালিয় ও চরম সন্দেহর সৃষ্টি ঘটিয়েছে।ফলে ধারনা করছে যে, উভয়ের মধ্যে অনৈতীক সম্পর্ক গড়ে উঠার কারনে তাহারা পরিবারকে ফাকি দিয়ে সুপরিকল্পীত উক্ত সন্ধায় মোটর সাইকেলে অন্যত্র পালিয়ে আত্মগোপনে আছেন বিধায় উভয় পরিবার নিজ প্রেক্ষাপটে নিরুদ্দেশ বা গুম হিসাবে থানায় জিডি করেন। প্রতিনিধি মোছরাত জাহানের ভাইয়ের সাথে ফোনে যোগাযোগে জানতে পারেন যে-এখনো তাহার কোন সন্ধান বা তথ্য জানেন না এবং বিএনপি নেতা দোলনের সাথে মোছরাতের সর্ম্পকের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন হিসাবে দাবী করেন।
Leave a Reply