কিশোরগঞ্জ থেকে আসাদুল ইসলাম প্রেরীত সংবাদ: গত শনিবার ১৫ই জুলাই ২০২৩ইং রাতে আইন সংস্থা কিশোরগঞ্জস্থ ভৈরব উপজেলা সদর পৌর ওয়ার্ড নং-৯, চন্ডিবের গ্রামের বাসিন্দা মোঃনাছির মিয়ার পশু পালন ও দুদ্ধ খামার এ.আর.এ্যাগ্রোতে অভিযান চালিয়ে বেআইনি আগ্নে অস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। ফলে প্রতিনিধি এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা অনুসন্ধানে অদ্য সকালে ভৈরব থানায় যোগাযোগে জানতে পারে- আইন সংস্থা বিশ্বস্থ্য সূত্রে সংবাদ লাভেরপর উক্তরাতে এ.আর.এ্যাগ্রো খামারে ঝটিকা অভিযান চালিয়ে পশু খাদ্যের ছালার বস্তায় তল্লাসি চালিয়ে গুলি ভর্তি ২টি বেআইনি রিভালবার ও ৫টি তাজা হাত বোমা জব্দ এবং কর্মচারী সুজন দাস (৪২) ও মালিকের বড় পূত্র কলেজ ছাত্র মোঃ রাহাত মিয়া (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আরো নিশ্চিত করেযে-দু’জন আসামিকে থানার নিয়ন্ত্রনে জিজ্ঞাসাবাদে অপরাধের সাথে জড়িতর বিষয় স্বীকার করাতে পুলিশ বাদী হয়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে প্রতিষ্ঠানের মালিক মোঃনাছির মিয়া (৫০)কে মূখ্য অপরাধী চিহ্নিত করে ৩জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেন। বর্তমানে আইন সংস্থা মূখ্য আসামি মোঃ নাছির মিয়াকে গ্রেফতার করতে সর্বত্র অনুসন্ধানরত আছে। প্রতিনিধি এই ঘটনার বাস্তবতা উৎখাটনের লক্ষে মূখ্য আসামির পশু খামারে উপস্থিত হয়ে এলাবাসিদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় যে-মোঃ নাছির মিয়া বিএনপির রাজনীতিতে স্বক্রিয় বিধায় প্রতিপক্ষ স্থানিয় আওয়ামী নেতা রাজনৈতীক ও ব্যক্তিগত শত্রুতার বসভূতহয়ে পরিকল্পীত নাটোক সাজানো অস্ত্র ও বোমা পশু খাদ্যের বস্তার লুকিয়ে পুলিশ দিয়ে এই অভিযান পরিচালীত করেছে। প্রতিনিধি এলাকাবাসির পরিচয় জানতে চাইলে তাহারা নিরাপত্তা জনিত কারনে নিজেদের নাম পরিচয় গোপন করেন। উপরন্ত পুলিশের হামলা ও নির্যাতন থেকে সুরক্ষার জন্য আসামির স্ত্রী পরিবার চরম ভিতগ্রস্থ্য হয়ে স্বগৃহ ত্যাগ করে অনত্র বিচরন করছেন।
Leave a Reply