স্টাফ রিপোর্টার মাসুম
সারা বিশ্বে এখন বিরাজ করছে প্রাণঘাতি করোনা ভাইরাস। তার মধ্যে ঢাকা রাজধানীর গাবতলি গরুর হাট সংলগ্ন কামার পট্টিতে পুরো রাস্তা ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ জন সাধারন। দোকানে জমে থাকা পরিত্যক্ত গাড়ির টায়ার ও রাস্তায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এই মশা। মনির মিয়া(তার দোকানের সামনেই পুরাতন ও নষ্ট টায়ার ফেলে রাখা হয়)
এই মশার কামড়ে ছড়িয়ে পড়ছে মশা বাহিত রোগ জীবানো। সরে জমিনে গিয়ে দেখা যায়, গাবতলির মনির নামের এক ব্যবসায়ীর দোকানের সামনে পুরাতন ও নষ্ট গাড়ীর টায়ার রেখে দিয়েছে যা থেকে জন্ম নিতে পারে ডেঙ্গু মশা, এখনি প্রশাসন যদি মশা নিধনের কার্যকর ব্যবস্থা নেয়া না হয় তাহলে ডেঙ্গু সহ মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এলাকাবাসী জানান, সন্ধার পর গাবতলির কামার পট্টিতে মশার জন্য যাওয়া যায়না, আমরা মশার কামরে অতিষ্ঠ। করোনা ভাইরাসের প্রভাব এখনো মানুষের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারন করছে তার মধ্যে যদি আবারো ডেঙ্গু মশা বিস্তারলাভ করে তাহলে আমাদের অবস্থা ধ্বংসের দিকে নেমে যাবে। আমরা চাই, রাস্তার পাশে আবদ্ধ জমে থাকা পানি, দোকানের সামনে নস্ট টায়ার, ও ময়লা আবর্জনা যাতে সরিয়ে নেয়া হয় সেই দিকে গাবতলি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
Leave a Reply