আমাদের প্রতিনিধির আসাদুজ্জামান প্রেরীত সংবাদঃ-
মানিকগঞ্জ সিংগাইর থানা নিয়ন্ত্রনাধীন জামির্ত্তা ইউনিয়নে পানিশাইল গ্রামের বাসিন্দা মৃত হাজী সাইফুল ইসলাম বিএনপি নেতার বাড়ীতে অদ্য ৬ই এপ্রিল ২০২২ইং বুধবার ভোর আনুমানিক ৭.৩০ ঘটিকায় স্থানীয় দূর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়ে তাহার বিধাবা স্ত্রী রাশেদা বেগম(৪৫),পুত্র রিয়াজ খান(১৬),বৃদ্ধা মা আম্বিয়া খাতুন(৭৩)কে গুরুতর আহত এবং স্বর্নালঙ্কার মূল্যবান জিনিশপত্র লুটপাট করে নিয়ে যায়।এই ঘটনার ভিত্তিতে সংবাদ প্রতিনিধি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে চিকিৎসারত রাশেদা বেগম ও পূত্র রিয়াজ খানকে মূমুর্ষ জ্ঞানহীন অবস্থায় দেখতে পায় এবং কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন যে-বিধবা রাশেদার অবস্থা অত্যন্ত নাজুক ও আশঙ্কা জনক। কারন ভিকটিমের মাথায় ও শরীরের ভিভিন্ন স্থানে ভারী ও ধারালো হাতিয়ার দ্বারা নির্মম নির্যাতনের ফলে তাহার সার্বিক অবস্থা অবনতীর দিকে ধাবমান বিধায় পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরী ভিত্তিতে যে কোন সময় ঢাকাতে নিউরো ও অর্থপ্যাডিক হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিষয় উপস্থিত ভিকটিম পরিবারে সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তাহারা অত্যন্ত ভীতগ্রস্থ্য অবস্থায় কোন মন্তব্য করতে রাজি নয়।তবে একই গ্রামের বাসিন্দা বুজুর্গ প্রবীন ব্যক্তি পরিচয় গোপন রেখে কিছু গুরুত্বপূর্ন তথ্য জানান যে, ভিকটিম রাশেদার বড় পুত্র রিপন খানের সাথে হামলাকারী যুবলীগ নেতার ছোট বোনের অনৈতীক সম্পর্ক কেন্দ্রীক শত্রুতার কারনে এই হামলা নির্যাতন সংঘঠিত হয়েছে এবং নারী নির্যাতন আইনে মামলায় পুলিশ রিপনকে গ্রেফতার করতে সর্বত্র সন্ধানরত আছে। তিনি ঘটনা প্রসংগে আরো জানায় যে বিধবা রাশেদার স্বামী ধর্ম ভীরু সৎ ও বিএনপি ওলেমা দলের রাজনীতিতে স্বক্রিয় ছিলেন কিন্তু প্রতিপক্ষ কিছু আওয়ামী নেতারা শত্রুতা মুলক রাষ্ট্রদ্রোহী অভিযোগ চাপিয়ে র্যাব ফোর্স দ্বারা গত মার্চ ২০১৬ইং তাহাকে এনকাউন্টারে হত্যা করেছে। যাহাপর এই পরিবার এলাকায় দীর্ঘদিন যাবৎ সামাজিক ও রাজনৈতীক ভাবে চরম নির্যাতীত ও অবহেলিত কোনঠাসা হয়ে আছে। এই হামলা ও জখমের বিষয় উপস্থিত সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর জমির আহমেদকে জিজ্ঞাসাবাদে তিনি অবগত করেন যে-ঘটনার প্রাথমিক তথ্য ও সুরতেহাল রিপোর্ট লিপিবদ্ধ করেছেন এবং ভিকটিম পরিবার থানায় মামলা রুজু করলে পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করবেন। তবে এই সংবাদ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত থানায় মামলা রুজু হয় নাই এবং পুলিশ ফোর্স এখনো সন্দেহভাজন কোন অপরাধীকে গ্রেফতার করেন নাই।
Leave a Reply