ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পারভীনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়
মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ পারভীন (৩৫) নামে এক নারী শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পারভীনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, শুক্রবার ভোর রাত ৪টা ১১ মিনিটের দিকে মিরপুর-৭ নম্বর রোডে একটি বস্তিতে আগুন লাগে এবং তা দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে।পরে সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান মিরপুর জোনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন।আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে গত বছরের আগস্ট মাসেও আগুন লেগে চলন্তিকা বস্তির একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
Leave a Reply