রাজধানীর মিরপুরে রোকেয়া সম্মরনীসহ অধিকাংশ এলাকায় যানজট আর জলাদ্ধতা নগরবাসীর দু’ভোগ অসহনীয় পর্যায়ে পৌছেছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা আর যানজট লেগে যায়। ময়লা আর বৃষ্টির পানিতে তলিয়ে যায় এলাকার রাস্তা, গলিপথ এবং ফুটপাত।
জলাবদ্ধতা, যানজটের বেশ কয়টি কারণ রয়েছে। গত তিন বছর ধরে অত্যন্ত ধীরগতিতে চলছে মেট্রোরেল প্রকল্পের কার্যক্রম। আইল্যান্ডসহ প্রধান সড়কের
দুই পাশের অর্ধেকের চেয়েও বেশি সড়ক বন্ধ করে চলছে মেট্রোরেলের দফায় দফায় খুড়াখুড়ি। কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে তার কোন নিশ্চয়তা নেই। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আগামী ২০২১সাল নগাদ এই প্রকল্পের কাজ শেষ হতে পারে।
মিরপুরসহ নগরীর অন্যান্য এলাকায় যানজটের পাশাপাশি জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ ড্রেন ময়লা আর্বজনায় ভরাট হয়ে গেছে। আবার কোনো এলাকার ড্রেন পরিস্কারের নামে ড্রেনের ময়লা আর্বজনা রাস্তা ও ফুটপাতের ওপর দিনের পর দিন ফেলে রাখে ডিএনসিসির পরিচ্ছন্নত কর্মীরা। ওইসব ময়লা আর সহসা সরানো হয় না। ফেল রোদে শুকায় আর বৃষ্টির পানির সাথে মিশে আবার ড্রেন ও রাস্তায় গিয়ে জমা হয়।
এছাড়াও অধিকাংশ এলাকার রাস্তা, ফুটপাত এবং ড্রেনের ওপর হকারদের চকি ও দোকান। ফলে ওইসব ড্রেন পরিস্কার করা হয় না। এই পরিস্থিতির কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে হলে দ্রুত ড্রেন পরিস্কারের পাশাপাশি রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করার পদক্ষপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট এলাবাসী।
Leave a Reply