আমাদের মুন্সিগঞ্জ সংবাদ প্রতিনিধি:
গত ৮ই সেপ্টেম্বর ২০২০ইং মঙ্গলবার রাত আনুমানিক ২৩.০০ ঘটিকায় সদর থানা নিয়ন্ত্রনাধীন নায়েবকান্দি গ্রামে পদ্মা নদী সংলগ্ন উজ্জ্বল মিজির বাগান বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়। উক্ত অগ্নিকান্ডে এলাবাসীরা কঠোর প্রচেষ্টায় উজ্জল মিজির ও মোঃ সিরাজ সরকার নামে দুজন জন ব্যক্তির অগ্নিদগ্ধ মৃত দেহ উদ্ধার করেন। এই নির্মম অগ্নিকান্ডের বিষয় এলাকাবাসিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে-গত রাত আনুমানিক ২১.৩০ ঘটিকা থেকে বাংলা বাজার সমিতির সম্মানিত সভাপতি উজ্জ্বল মিজির নিজ বাগান বাড়ীতে ব্যবসায়ি পার্টনার মোঃ সিরাজ সরকারসহ ৪/৫জন কর্মচারীদের নিয়ে হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন। কিন্তু রাত আনুমানিক ২২.৪৫/২৩,০০ ঘটিকায় হঠাৎ পথচারী জেলেরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে এলাকাবাসি দ্রুত সেখানে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপনের চেষ্টা চালানোর সময় অন্ধকারে মূখমন্ডল ঢাকা ৪/৫জনকে দৌড়ে পালাতে দেখে। বিষয়টি যদিও তাৎক্ষনিক জনগনের মনে কোন সন্দেহের উদ্বেগ সৃষ্টি করে নাই কিন্তু পরবর্তিতে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদেহ জব্দ ও ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ফলে অদ্য দুপুরে ময়না তদন্ত তথ্য মোতাবেক নিশ্চিত হওয়া যায় যে- ২ জন ভিকটিমকে ছুড়িকাঘাতে নির্মম হত্যারপর অগ্নিকান্ডটি সুপরিকল্পীত ভাবে সংঘঠিত করা হয়েছে। অতঃপর এই বিষয় স্থানীয় লোকজন ও ভিকটিম পরিবারের আত্মিয় স্বজনরা সন্দেহভাজন ৪জন কর্মচারী যথা-১। বাবলা খালাসী (৩৭), পিং- আঃগনি খালাসী, ২। মোঃ রুবেল (৩৬),পিং মোঃ সামছু, ৩। নয়ন দাস (৩৬), পিং-সুবল দাস, ৪। রিংকু মিয়া (৩৪), পিং-হাসান মিয়াগং সকলে এলাকার স্থায়ী বাসিন্দা এবং তাহাদের বিরুদ্ধে অদ্য মুন্সিগঞ্জ সদর থানায় ষড়যন্ত্র ও পরিকল্পীত হত্যাকান্ড মামলা দায়ের করেছেন। এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত আইন সংস্থা কোন আসামীকে এখনো গ্রেফতার করতে পারেন নাই তবে পুলিশ পরিদর্শকে জিজ্ঞসাবাদে জানাযায় যে- এই হত্যার রহস্যর সাথে মূলত এলাকায় ভূমি সম্পদ জোড়দখল ও রাজনৈতীক প্রভাব সংক্রান্ত ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। থানার ও/সি সাহেব প্রতিনিধিকে নিশ্চিত করেন সুক্ষ তদন্তর মাধ্যমে দ্রুত হত্যার রহস্য উৎঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় বন্দি এবং ন্যায় বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে নিশ্চিত করেন।
Leave a Reply