আমাদের মুন্সিগঞ্জ সংবাদ প্রতিনিধি:
অদ্য নিশ্চিত করেন যে-গত ২৮ শে অক্টোবর ২০২২ইং রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় কুকুটিয়া ইউনিয়ন অন্তরভুক্ত দত্তগাঁওর বাসিন্দা ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানীত প্রবীণ শিক্ষক মোঃ ইয়াদ আলী শেখ (৮৫) কে দূর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ফলে তাহার চিৎকারে পথচারীরা ঘটনা স্থল থেকে গুরুতর আহত ও রক্তাত্ত জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে তিনি চিকিৎসারত অদ্য ভোর ৫.৩০ ঘটিকায় মৃত্যু বরন করেন।
এই নির্মম হত্যার বিষয় ভিকটিম পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে-সামাজীক ও রাজনৈতীক দলীয় শত্রুতার কারনে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। ফলে প্রতিনিধি সুক্ষ অনুসন্ধানে নিশ্চিত হয়ে অবগত করেন যে-উক্ত রাতে ভিকটিম মোঃ ইয়াদ আলী এলাকার প্রভাবশালী প্রতিবেশীর সাথে নারী সম্পৃত্ত সামাজিক ক্রন্দল/সমস্যার কারনে পঞ্চায়েতে শালীশি সমাপনের পর বাড়ী ফেরার পথে বিবন্দী হাফিজিয়া মাদ্রাসার নিরিবিলি স্থানে দূর্বৃত্তদের পরিকল্পীত আক্রমনের শিকার হায়। ফলে এই বিষয় পঞ্চায়েতে উপস্থিত ৩ জন গন্যমান্য ব্যক্তির বক্তব্য ও ভিকটিম পরিবারের ধারনার প্রেক্ষাপটে প্রতিপক্ষ প্রতিবেশী অওয়ামীলীগ নেতা মুরাদ দেওয়ানের উপর হত্যার অভিযোগ সুস্পষ্ট প্রতিয়মান হওয়ার ফলে অদ্য সন্ধায় ভিকটিমের বড় পূত্র মোঃ জালাল শেখ বাদী হয়ে সন্দেহাতীত তাহার বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলা রুজু করেন।
প্রতিনিধি এই বিষয় থানায় যোগাযোগে জানতে পারেন যে-আইন প্রশাসন অভিযোগের উপর গুরুত্বপাত করে হত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত আইনি ব্যবস্থার তৎপড়তা চালিয়ে আসছেন তবে এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেন নাই।
Leave a Reply