রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিংয়ে টিনশেড বাসায় আগুন লেগে দগ্ধ হয়েছে একই পরিবারের দম্পতি ও শিশু সহ তিনজন।
দগ্ধ হলেন, তারা হলেন মোঃ সোহেল(৩৫), স্ত্রী লাবনী আক্তার(৩০)ও তাঁদের ছেলে মুরছালিন(২)
শুক্রবার (২৯মে) দিবাগত রাত তিনটায় এ ঘটনাটি ঘটে। দগ্ধদের কে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
একই বাড়ির ভাড়াটিয়া কবির হোসেন বলেন, রাতে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে বের হয়ে দেখি।
পাশের রুমের দরজার বাহিরে দম্পতি ২ শরীরে আগুনে জ্বলছে।রুমের ভিতরে গিয়ে দেখি সারা ঘরে আগুন ছড়িয়ে শিশুটির শরীরে আগুন ধরে চিৎকার করছে। পরে তাদেরকে উদ্ধার করে ভোরে হাসপাতালে ভোররাতে নিয়ে আসি। আসলে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না। তবে আমি রুমে গিয়ে শিশুটিকে উদ্ধার করার সময় যতটুকু দেখেছি হয়তো মশার কয়েল থেকে আগুন লাগতে
পারে।
তিনি আরো বলেন, ২মাস আগে এই বাসা ভাড়া নিয়েছেন তারা। সোহেল আগে সবজি বিক্রি করতো বর্তমানে কিছু করছে না তার স্ত্রী বাসা বাড়িতে কাজ করে। অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন। সোহেলের শরীরে ৭৫ শতাংশ পুড়ে গেছে, ও লাবনীর ৩০ শতাংশ ও শিশু মুরছালিন ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।তাদের অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply