1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :

মোহাম্মাদ পুর থানা আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর পক্ষ থেকে খাদ্য বিতরণ কর্মসূচীঃ

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ১৯৭১ বার
ছবি-থানা ও আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জাকির হোসেন(মাঝখানে) ডান পাশে আঃ এপিসি কাজী কামরান

মোহাম্মাদপুর থেকে আসাদুজ্জামান:

বৈশিক মহামারি করোনা ভাইরাস(কেভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারনে মোহাম্মাদপুর থানাধীন দুস্ত আনসার  ও টিডিপি  সদস্যদের মধ্যে মাননীয় মহাপরিচালক  মহোদয়ের  পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচীর আয়োজন করা হয়।

আজ  শনিবার  সকাল ১০ টা থেকে মোহাম্মাদপুর থানাধীন ডাঃ এম,এম আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে এই কর্মসুচী শুরু করেন। উক্ত কর্মসুচী আয়োজনে উপস্থিত ছিলেন থানা ও আনসার  ভিডিপি কর্মকর্তা মোঃ জাকির হোসেন।তিনি বলেন, সামাজিক দুরত্ত বজায় রেখে তাদেরকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কেউ যাতে না খেয়ে কষ্টে থাকে এই দিকে নজর রেখেই তাদের এই কর্মসুচী আয়োজন করা।

খবরটি শেয়ার করুন..

2 responses to “মোহাম্মাদ পুর থানা আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর পক্ষ থেকে খাদ্য বিতরণ কর্মসূচীঃ”

  1. Lalmia says:

    Good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com