হাজেরা বেগম নিজে একসময় যৌন কর্মী ছিলেন, একসময় পেশা ছেড়ে যৌনকর্মীদের বাচ্চাদের লেখাপড়া, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে উদগ্রীব হয়ে পড়েন তিনি।
নিজের জমানো পয়সা দিয়ে গড়ে তোলেন যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুদের আশ্রয় কেন্দ্র। হাজেরা বেগমের কথায় তিনি চান যৌনপল্লীতে জন্ম নেওয়া এই বাচ্চাগুলোকে যেন বাধ্য হয়ে তাদের মায়ের পেশায় না ঢুকতে হয়, অথবা অন্য কোনো অন্ধকার জগতের বাসিন্দা না হতে হয়।
ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক ‘তিরিশে ফিনিশ’-এর এই গল্পটি হাজেরা বেগমের।তিনি বলেন, আমি চাই তারাও মানুষের মত মানুষ হোক। সকলের মত বাচতে শিখুক। বড় কোনো জায়গায় চাকরি করুক। তারা যাতে শুরু লগ্ন থেকে শিক্ষার আবাস টা পাই তাই তাদের কে আমার থেকে এই উদ্ধক।
Leave a Reply