আলমগীর মানিক,রাঙামাটি
টানা বর্ষণের ফলে রাঙামাটির বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাচালং দিপুপাড়া এলাকায় নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা(৩৫), বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকা থেকে রাহুল বড়ুয়া (১০) এবং উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে উগলছড়ি বিল থেকে জুয়েল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ।
কয়েকদিনের টানা বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং ও বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় বন্যার পানিতে দুই শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে, মরদেহ উদ্ধার এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতদের পরিবারবর্গকে সান্তনা দেওয়ার পাশাপাশি পরিবার প্রতি ২০ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
Leave a Reply