দারুসসালাম থেকে জাহাঙ্গীর হোসেনঃ
রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় দুইটি প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে পথচারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল রোববার (২৪ মে) দিবাগত রাত ৯:৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে সড়কে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে থাকা পথচারীদের চাপা দেয়। একই সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।
এলাকাবাসী দারুস সালাম থানা খবর দিলে পুলিশ প্রাইভেটকার দুটির আরোহী, চালক, অটোরিকশার যাত্রী ও পথচারীসহ ১০ জনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। ঘটনাস্থলে থাকা দারুস সালাম থানার উপ-পরিদর্শক মো. বখতিয়ার ৪ জনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন। এবং মৃতদের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply