বনশ্রী থেকে সুইটি আকতারঃ
দীর্ঘদিন লগডাউন থাকার কারণে রাজধানীতে বেড়ে গেছে বাসাবাড়ীতে চুরির ঘটনা। এমনই এক ঘটনা ঘটে হাই-কোর্টের আইনজীবী মোঃ জুবায়ের তায়েবের বাসায়। তিনি রাজধানীর দক্ষীন বনশ্রী ব্লক-এইচ. রোড নং-৯ এর একটি বাড়ীতে ভাড়া থাকতেন। জানা গেছে, তিনি গত মার্চ মাসের ৩ তারিখে গ্রামের বাড়ী যায় এবং দীর্ঘ সময় লগডাউনের কারণে ঢাকায় ফিরতে পারেনি।
তিনি আজ ২৯ মে ঢাকায় ফিরেন। এবং দেখেন বাসায় দরজার ভেতর দিয়ে আটকানো। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন তার বাসার সব কিছু চোরে নিয়ে যায়। চোরেরা তার বাসা থেকে বিভিন্ন ধরনের মালামাল, একটি কম্পিউটার ও কিছু নগদ অর্থ নিয়ে যায়। এবং চুরি করে যাওয়ার পর চোরেরা বাসার দরজা ভেতর থেকে লক করে রেখে চলে যায়। আরো জানা যায়, তার বাসাটি ৫ম তলায় থাকায় বাসার বারান্দার গ্রীল কেটে চোরেরা ঘরে ঢুকেছিল।
Leave a Reply